সোনার কেল্লার দেশে মিলল ডায়নোসরের পায়ের ছাপ

রাজস্থানের জয়সলমীর জেলার থাইয়াত গ্রামে ঘুরছিলেন কিছু বিজ্ঞানী। হঠাত্ই চোখে পড়ল বালির ওপর পায়ের ছাপ। যেই ছাপ নাকি হুবুহু মিলে যাচ্ছে ডাইনোসরের পায়ের পাতার আকার ও আকৃতির সঙ্গে।

Updated By: Jan 14, 2014, 11:25 AM IST

রাজস্থানের জয়সলমীর জেলার থাইয়াত গ্রামে ঘুরছিলেন কিছু বিজ্ঞানী। হঠাত্ই চোখে পড়ল বালির ওপর পায়ের ছাপ। যেই ছাপ নাকি হুবুহু মিলে যাচ্ছে ডাইনোসরের পায়ের পাতার আকার ও আকৃতির সঙ্গে।

ভারতীয়, ফরাসী ও জার্মান মিলিয়ে ৩৪ জন বিজ্ঞানীর একটি দল মরুভূমিতে খুঁজে পেয়েছেন ডায়নোসরের ফসিলস। বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথমে একটি ছোট ৫ সেমি লম্বা পায়ের ছাপ চোখে পড়ে। কিন্তু ছাপটা খুব স্পষ্ট ছিল। এই আকৃতির নাম গ্রেলেটর। ছোট একটা মুরগির আকৃতির ছিল ডায়নোসরটি। তবে দ্বিতীয় পায়ের ছাপটি ছিল প্রায় ৩০ সেমি লম্বা। এই ধরনের ত্রিপদকে বলা হয় ইউরনটস জায়গানটেয়াস।

জয়সলমীর-যোধপুর হাইওয়ের ওপর রয়েছে জুরাসিক রকস। ভূতাত্বিকরা মনে করেন ১৮ কোটি বছর আগে জুরাসিক সমুদ্র থেকে এখানে জুরাসিক রক তৈরি হয়েছে। দ্য জুরাসিক সিস্টেমের ওপর আয়োজিত নবম আন্তর্জাতিক কংগ্রেস উপলক্ষে ভারতে এসেছেন এই বিজ্ঞানীরা। জয়পুরের ইউনিভার্সিটি এফ রাজস্থান-এর ভূতত্ব বিভাগ গত ৬ থেকে ৯ জানুয়ারি আয়োজন করেছিল এই কংগ্রেস।

.