ছেড়ে দেওয়া হল মেহবুবা মুফতিকে, তবে বাড়িতেই থাকতে হবে গৃহবন্দি
ফারুক আবদুল্লার পর মেহবুবা মুফতি। ঘরে ফিরলেন প্রাক্তন জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
নিজস্ব প্রতিবেদন: ফারুক আবদুল্লার পর মেহবুবা মুফতি। ঘরে ফিরলেন প্রাক্তন জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
গত বছর অগাস্ট মাস থেকে তাঁকে আটক রাখা হয়েছিল। তবে ঘরে ফিরলেও তাঁকে থাকতে হবে গৃহবন্দি অবস্থাতেই। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।
আরও পড়ুন-করোনায় আক্রান্ত ২ ভিখারি, সংক্রমণ এবার কলকাতার ফুটপাথেও! উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন
প্রশাসনের নির্দেশ মতো মেহবুবার গাপকার রোডের বাড়িটিই এখন জেল। মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি টুইট করেছেন, গত ৫ অগাস্ট থেকে সব কাশ্মীরিদের বেআইনিবাবে আটক করা হয়েছে। যারা মেহবুবার মুক্তির জন্য আওয়াজ তুলেছিলেন তাঁদর ধন্যবাদ।
অন্য একটি টুইটে ইলতিজা লিখেছেন, কাশ্মীরের মিডিয়াকে ধন্যবাদ। যারা ওঁর মুক্তির দাবি করেছিলেন তাদেরও ধন্যবাদ। ওঁকে বাড়ি আসতে দিন। মনে রাখবেন ওঁকে মুক্তি দেওয়া হচ্ছে না। বাড়িটিকেই জেলে পরিণত করা হচ্ছে।
আরও পড়ুন-১০৮ জন বিদেশি সহ হজ হাউজে কোয়ারেন্টাইন করা হল তবলিঘি জামাতে যোগদানকারী মোট ৩০৩ জনকে
উল্লেখ্য গত মাসেই বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয় ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাকে। কিন্তু মেহবুবা মুফতিকে ছাড়া হলেও বাড়িতেই তাঁকে বন্দিদশা কাটাতে হবে। মুফতির মুক্তি নিয়ে সরব হয়েছেন ওমর। এক টুইটে তিনি লিখেছেন, মেহেবুবা মুফতিকে ছেড়ে দিতে হবে।
মুফতির মুক্তি নিয়ে সরব হয়েছেন ওমর। এক টুইটে তিনি লিখেছেন, মেহেবুবা মুফতিকে ছেড়ে দিতে হবে।