Manmohan Singh: ভারতের অর্থনীতি বদলের কারিগর, 'মোহন'যুগের অবসান

Manmohan Singh: নরেন্দ্র মোদী আগে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। কেন্দ্রের তখন ক্ষমতায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত সরকারের মুখ ছিলেন মনমোহন।

Updated By: Dec 26, 2024, 10:57 PM IST
Manmohan Singh:  ভারতের অর্থনীতি বদলের কারিগর, 'মোহন'যুগের অবসান

 রাজীব চক্রবর্তী:  বছর শেষে ফের দুঃসংবাদ। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ঘড়িতে তখন ৮টা। সন্ধ্যায় দিল্লি এইমসে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না! মৃত্যুকালে বয়স হয়েছিল  ৯২ বছর।

আরও পড়ুন:  Political Donations: বিজেপির পকেটে ২৬০০ কোটি চাঁদা! কংগ্রেসের প্রাপ্ত অঙ্কে চোখ কপালে উঠবে...

২০২১ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রন্ত হয়েছিলেন মনমোহন। সেবার অবশ্য সুস্থ হয়েই হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি।  তার পর থেকে শরীর কমবেশি অসুস্থই ছিল। দিল্লি এমসের তরফে জানানো হয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বাড়িতেই হঠাৎ সংজ্ঞা হারান তিনি। রাত ৮টা ৬ মিনিটে তাঁকে দিল্লি এমসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক দলের সবরকম চেষ্টার পরেও তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নরেন্দ্র মোদী আগে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। কেন্দ্রের তখন ক্ষমতায় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত সরকারের মুখ ছিলেন মনমোহন।  ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সাংসদ। বিরোধী দলনেতার দায়িত্বও পালন করেছেন তিনি। চলতি বছরের শুরুতেই রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন।

রাজনৈতিক জীবনের শুরু অবশ্য অনেক আগেই। ১৯৯১ সালে সালে প্রথমবার রাজ্য়সভার সাংসদ মনোনীত হন মনমোহন। এরপর পিভি নরসিমা রাওয়ের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের দায়িত্ব পান তিনি। ছিলেন রিজার্ভ ব্যাংকের গর্ভনরও। 

 

 

অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক মনমোহন সিং। 

আরও পড়ুন:  EXPLAINED | Most Haunted Railway Stations In India: রাতে কনস্টেবলের আত্মা... দেশের ৮ হাড়হিম স্টেশনের মধ্যে বাংলারই ২! যাওয়ার সাহস আছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.