বিনামূল্যে রান্নার গ্যাসের সং‌যোগ পাবে ত্রিপুরার ৪ লাখ পরিবার

এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে

Updated By: Apr 1, 2018, 08:52 PM IST
বিনামূল্যে রান্নার গ্যাসের সং‌যোগ পাবে ত্রিপুরার ৪ লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরাবাসীদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা ‌যোজনার আওতায় রাজ্যে ৪ লাখ পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে।

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বারবার গরিব পরিবারগুলিতে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়ার কথা বলে এসেছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দেশে কয়েক লাখ পরিবারে ওই ধরনের সং‌যোগ দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা ‌যোজনা।

আইওসি-র জেনারেল ম্যানেজার উত্তীয় ভট্টাচা‌র্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য হল ত্রিপুরায় ৪ লক্ষ গরিব পরিবারে বিনামূল্যে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়া।’

আরও পড়ুন-হাড্ডাহাড্ডি ফাইনালে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন কেরল 

এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ইতিমধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা ‌যোজনার সুবিধার কথা প্রচার করা শুরু করে দিয়েছেন শুক্রবার থকেই। এদিন সংবাদ মাধ্যমে তিনি জানান, ‘আগামী একশো দিনের মধ্যে রজ্যের ১ লাখ গরিব পরিবারে বিনামূল্যে রান্নার গ্যাসের সং‌যোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে রাজ্য সরকার।’

.