কোভিডের চতুর্থ ঢেউয়ের চোখ রাঙানি? দিল্লিতে ফের লাফিয়ে বাড়ল পজিটিভিটি রেট

এবার দিল্লিতেও যে হারে বাড়ছে কোভিড বাড়ছে তা নিয়ে চিন্তা বাড়ছে। রাজধানীতে এখন প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তবে কি চতুর্থ তরঙ্গ আসছে? 

Updated By: Apr 17, 2022, 05:14 PM IST
কোভিডের চতুর্থ ঢেউয়ের চোখ রাঙানি? দিল্লিতে ফের লাফিয়ে বাড়ল পজিটিভিটি রেট
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: প্রতিবেশি দেশ চিন এবং এশিয়ার দেশগুলিতে রেকর্ড বৃদ্ধি পেয়েছে করোনা৷ এবার দিল্লিতেও যে হারে বাড়ছে কোভিড বাড়ছে তা নিয়ে চিন্তা বাড়ছে। রাজধানীতে এখন প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তবে কি চতুর্থ তরঙ্গ আসছে? উল্লেখযোগ্যভাবে, দিল্লিতে করোনার দৈনিক ইতিবাচকতার হার গত সাত দিনে ৪ শতাংশের বেশি বেড়েছে। শনিবার রাজধানীতে ৩৬৬ জন আক্রান্ত হয়েছিল, রবিবারে সেই সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই।

দিল্লিতে পজিটিভিটি রেট প্রায় ৫.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২.৫ শতাংশ বেড়েছে৷ শনিবারই পজিটিভিটি রেট প্রায় ৫ শতাংশ ছাড়িয়ে গেছে। সাত দিনের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে এক সপ্তাহ আগে যেখানে সংক্রমণ ছিল ১.২৯ শতাংশ, এক সপ্তাহ পরে তা হয়ে গিয়েছে ৫.৩৩ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় মৃত্যুহার তেমন বাড়েনি। এখনও পর্যন্ত ২৬ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৬৯ জন কোভিড মুক্ত হয়েছেন। এর আগে দিল্লিতে ১৪ জানুয়ারি পজিটিভিটি রেট ৩০ শতাংশ ছিল, যা সর্বোচ্চ।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায়  জনের মৃত্যু হয়েছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪। 

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন  জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৭৫।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৪৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার ৯৪৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ৯৬ হাজার ৭২১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৩৯ লক্ষ ৭৯ হাজার ২৮৪। 

আরও পড়ুন, Al Qaeda: আল কায়দার বাংলাদেশ শাখার সঙ্গে যোগসাজস! অসম থেকে গ্রেফতার ৬

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.