বারাণসীতে এসে ধর্ষণের শিকার ফরাসি মহিলা

বারাণসীতে এসে ধর্ষণের শিকার হতে হল ৬৫ বছরের এক ফরাসি মহিলাকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নিরাপত্তাকর্মীকে। অভিযুক্ত ওই বাড়িতে কাজ করত যেখানে নির্যাতিতা গত এক বছর ধরে ভাড়া থাকেন।

Updated By: Jun 30, 2017, 06:45 PM IST
বারাণসীতে এসে ধর্ষণের শিকার ফরাসি মহিলা

ওয়েব ডেস্ক : বারাণসীতে এসে ধর্ষণের শিকার হতে হল ৬৫ বছরের এক ফরাসি মহিলাকে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নিরাপত্তাকর্মীকে। অভিযুক্ত ওই বাড়িতে কাজ করত যেখানে নির্যাতিতা গত এক বছর ধরে ভাড়া থাকেন।

জানা গেছে, রাতের অন্ধকারে নিস্তব্ধতার সুযোগ নিয়ে ওই ফরাসি মহিলার ঘরে ঢোকে ওম প্রকাশ নামে অভিযুক্ত নিরাপত্তারক্ষী। সেখানে তাঁকে মারধর করার পাশাপাশি ধর্ষণও করে অভিযুক্ত। কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনটিও।

গত এক যুগ ধরে ভারতে আসছেন ওই মহিলা। বেশিরভাগ সময়ই গঙ্গার ধারে ওই লজেই থাকতেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রফতার করা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন- 'নাগিন ডান্সে'র গানে বরের উত্তাল নাচ, বিয়ে ভাঙলেন কনে

.