২৯ সেপ্টেম্বর আলোচনায় বসার আশ্বাসে অনশন তুললেন এফটিটিআই পড়ুয়ারা
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চিঠি পেয়ে রবিবার অনশন তুলে নিল এফটিআইআইয়ের পড়ুয়ারা। গজেন্দ্র চৌহানের অপসারণ নিয়ে মঙ্গলবার পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে সরকার।
ওয়েব ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চিঠি পেয়ে রবিবার অনশন তুলে নিল এফটিআইআইয়ের পড়ুয়ারা। গজেন্দ্র চৌহানের অপসারণ নিয়ে মঙ্গলবার পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে সরকার।
এইটিআইআই ছাত্র সংগঠনের নেতা বিকাল উরস সংবাদ সংস্থা এএনআইকে জানায়, "তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চিঠি পেয়ে আমরা অনশন তুলে নিচ্ছি, তবে অচলাবস্থা জারি থাকবে।" শুক্রবারই অনশনরত পড়ুয়ারা জানিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক যদি চেয়ারম্যানের পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণ নিয়ে আলোচনায় বসার দিন নির্দিষ্ট করে দেয় তবে অনশন তুলে নেবেন তারা।
আন্দোলনে পড়ুয়াদের পাশে রয়েছেন এফটিটিআইয়ের বহু প্রাক্তনী সহ দেশের বহু চলচ্চিত্র ব্যক্তিত্ব।