মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম 'স্পেস অবজারভেটরি' অ্যাস্ট্রোস্যাট

ভারতের প্রথম স্পেস অবজারভেটরি অ্যাস্ট্রোস্যাট লঞ্চ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার থেকে লঞ্চ করা হল পিএসএলভি রকেটে মহাকাশে রওনা দিল অ্যাস্ট্রোস্যাট।

Updated By: Sep 28, 2015, 10:37 AM IST
মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম 'স্পেস অবজারভেটরি' অ্যাস্ট্রোস্যাট

ওয়েব ডেস্ক: ভারতের প্রথম স্পেস অবজারভেটরি অ্যাস্ট্রোস্যাট লঞ্চ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার থেকে লঞ্চ করা হল পিএসএলভি রকেটে মহাকাশে রওনা দিল অ্যাস্ট্রোস্যাট।

উত্ক্ষেপণের ২২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে ৬৫০ কিলোমিটার কক্ষপথে পৌঁছে যাবে ১৬৩১ কেজির পিএসএলভি। শনিবার সকাল ৮টায় শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারে শুরু হয় ৫০ ঘণ্টার কাউন্টডাউন। অ্যাসট্রোস্যাটের সঙ্গে লঞ্চ করা হয়েছে ৪টি ন্যানো স্যাটেলাইট স্পায়ার গ্লোবাল ইনক, দ্য ইউএস, ইন্দোনেশিয়া থেকে একটি মাইক্রোস্যাটেলাইট ও কানাডার টরন্টো ইউনিভার্সিটির একটি স্যাটেলাইট। আগামী ৫ বছর ব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য সমাধানই হবে কৃত্রিম এই ুপগ্রহের কাজ।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাপানের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নিজেদের স্পেস অবজারভেটরি লঞ্চ করল ভারত।

 

.