১৩৯ দিন পর এফটিআইআই-তে উঠল ধর্মঘট, আন্দোলনরত ছাত্ররা যোগ দেবেন ক্লাসে
চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে চলা ধর্মঘট উঠে গেল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এফটিআইআই)। আন্দোলনরত ছাত্র নেতা রাকেশ শুক্লা জানান, ধর্মঘট উঠে গেলেও শান্তিপূর্ণ অবস্থান চলবে। আন্দোলনরত ছাত্রছাত্রীরাও ক্লাসে যোগ দেবে বলে জানানো হয়েছে। চার মাসেরও বেশি দিন ধরে চলা ধর্মঘটের পর ক দিন ধরেই আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
ওয়েব ডেস্ক: চেয়ারম্যান পদ থেকে গজেন্দ্র চৌহানের অপসারণের দাবিতে চলা ধর্মঘট উঠে গেল ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এফটিআইআই)। আন্দোলনরত ছাত্র নেতা রাকেশ শুক্লা জানান, ধর্মঘট উঠে গেলেও শান্তিপূর্ণ অবস্থান চলবে। আন্দোলনরত ছাত্রছাত্রীরাও ক্লাসে যোগ দেবে বলে জানানো হয়েছে। চার মাসেরও বেশি দিন ধরে চলা ধর্মঘটের পর ক দিন ধরেই আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
সেই আলোচনায় আন্দলোনরত ছাত্ররা তাদের দাবি ভাল করে খতিয়ে দেখতে প্রশাসনকে সময় দেন। এরপরই উঠে যায় ধর্মঘট। বিজেপি ঘনিষ্ঠ গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যান পদে বসানোর পরই অভিযোগ ওঠে এফটিআইয়ের মত প্রতিষ্ঠানের শীর্ষ পদে যোগ্যতা তাঁর নেই। এরপর শুরু হয় আন্দোলন, বিক্ষোভ, অনশন। দু পক্ষই তাদের দাবিতে অনড় থাকে।