Gautam Adani: আদানির ভাঁড়ার থেকে উবে গেল বিপুল টাকা, এশিয়ায় ধনী-তালিকায় ফের শীর্ষে মুকেশ আম্বানি

সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন অনুযায়ী ‘স্টক ম্যানিপুলেশন' করছে আদানি গ্রুপ। ওই প্রতিবেদন প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ার তিন দিনে বিপুল হ্রাস পেয়েছে

Updated By: Feb 1, 2023, 07:37 PM IST
Gautam Adani: আদানির ভাঁড়ার থেকে উবে গেল বিপুল টাকা, এশিয়ায় ধনী-তালিকায় ফের শীর্ষে মুকেশ আম্বানি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নক্ষত্র পতন! হু হু করে নামছেন গৌতম আদানি। গতকালই বিশ্বের ১০ ধনীর তালিকার বাইরে চলে গিয়েছিলেন আদানি গ্রুপের প্রধান গৌতম আদানি। ছিলেন রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির একধাপ উপরে। এবার আজ আদানি ফোবর্সের বিলিয়নেয়ারের তালিকায় চলে এলেন ১৫ তম স্থানে। তাঁর স্থান আম্বানিরও নীচে। ফলে ফের এশিয়ার ধনীদের তালিকার শীর্ষে চলে এলেন মুকেশ আম্বানি।

আরও পড়ুন- ক্রীড়া বাজেটে ইতিহাস গড়ল মোদী সরকার! কোন খেলায় কত টাকা বরাদ্দ হল?

ফোবর্সের ধনীর তালিকা অনুযায়ী গৌতম আদানির বর্তমান সম্পদের মূল্য ৭৫.১ বিলিয়ন ডলার। একদিন আগেই ওই অঙ্ক ছিল ৮৯.৯ বিলিয়ন ডলার। ফোবর্সের তালিকায় মুকেশ আম্বানির সম্পদের মূল্য ৮৪.৩ বিলিয়ন ডলার। এক্ষেত্রে একদিনে আম্বানির সম্পদ বেড়েছে .১৯ শতাংশ। অন্যদিকে, আদানির সম্পদের পরিমাণ কমেছে ৪.৬২ শতাংশ। ফোবর্সের তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি ফ্যাশন জায়েন্ট বার্নাড আর্নাউল্ট। তিনি ছাপিয়ে গিয়েছেন এলন মাস্ককে।

সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন অনুযায়ী ‘স্টক ম্যানিপুলেশন' করছে আদানি গ্রুপ। ওই প্রতিবেদন প্রকাশের পর আদানি গ্রুপের শেয়ার তিন দিনে বিপুল হ্রাস পেয়েছে। এর ফলে গতকাল আদানিদের ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি টাকা বাজার থেকে মুছে গিয়েছিল। আজ তাদের ভাঁড়ার থেকে উবে গেল ৭,৫২,৫৭৪ কোটি টাকা। 

তথ্যভিজ্ঞ মহলের ধারনা আদানিদের শেয়ার আরও কমতে পারে। কারণ এবারের বাজেটে সরকার বিনিয়োগের ক্ষেত্র হিসেব সরকারি কোম্পানিগুলির উপরেই জোর দিয়েছে। ফলে যে আদানিরা সরকারি বহু ক্ষেত্রের সঙ্গেই জড়িত সেখানে আরও ধাক্কা খেতে চলেছে আদানি গ্রুপ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.