ভারতের প্রথম ক্যাশলেস রাজ্য হতে চলেছে গোয়া?
ক্যাশলেস ইকনমির ওপর প্রথম থেকেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নোট বাতিলের সিদ্ধান্তের পর এই বিষয়টির ওপর আরও বেশি করে জোর দিচ্ছেন তিনি। তবে, এবার এই সমস্যার মধ্যেই সাধারণ মানুষের জন্য রয়েছে একটি সুখবর। কারণ এবার থেকে আপনি মাছ, মাংস বা সবজি কিনতে পারবেন মোবাইল ব্যবহার করে। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু হতে চলেছে।
![ভারতের প্রথম ক্যাশলেস রাজ্য হতে চলেছে গোয়া? ভারতের প্রথম ক্যাশলেস রাজ্য হতে চলেছে গোয়া?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/27/71472-visadebitcreditcard.jpg)
ওয়েব ডেস্ক : ক্যাশলেস ইকনমির ওপর প্রথম থেকেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর নোট বাতিলের সিদ্ধান্তের পর এই বিষয়টির ওপর আরও বেশি করে জোর দিচ্ছেন তিনি। তবে, এবার এই সমস্যার মধ্যেই সাধারণ মানুষের জন্য রয়েছে একটি সুখবর। কারণ এবার থেকে আপনি মাছ, মাংস বা সবজি কিনতে পারবেন মোবাইল ব্যবহার করে। আগামী ৩১ ডিসেম্বর থেকে এই পরিষেবা চালু হতে চলেছে।
বাজারে গেলে এখন থেকে আর পকেটে টাকা নিয়ে যেতে হবে না। মোবাইল থেকেই টাকা ট্রান্সফার করে দেওয়া যাবে বিক্রেতার অ্যাকাউন্টে। তবে প্রথমে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা গোয়াতে চালু করা হচ্ছে। রাজ্য অর্থসচিব আর কে শ্রীবাস্তব একথা জানিয়েছেন।
তিনি বলেন, গোয়ার জনসংখ্যা মাত্র ১৫ লাখ। কিন্তু এ রাজ্যে মোবাইল রয়েছে ১৭ লাখ। ফলে এখানে ক্যাশলেস পরিষেবা চালু করা সুবিধায় অনেক বেশি।
কী ভাবে মেটানো যাবে টাকা?
যে কোনও মোবাইল থেকে ডায়াল করতে হবে *99#। শোনা যাবে প্রয়োজনীয় নির্দেশিকা। ওই নির্দেশিকা অনুযায়ী কাজ করলেই টাকা ট্রান্সফার হয়ে যাবে। বাজারে ছোট ব্যবসায়ী ও যাদের ক্রেডিট কার্ড নেই তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে বলে সরকারি তরফে জানানো হয়েছে। গতকাল এনিয়ে রাজ্যের অধিকাংশ বেসরকারি ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর।