সিসিটিভিকাণ্ডে জামিনের আবেদন ফ্যাব ইন্ডিয়ার সিইও-র
গোয়ায় ফ্যাব ইন্ডিয়ায় ট্রায়াল রুমে সিসিটিভিকাণ্ডে, আগাম জামিনের আবেদন করলেন সংস্থার সিইও, এমডি সহ সাত শীর্ষ আধিকারিক। আজই মাপুসায় জেলা আদালতে তাঁদের আবেদনের শুনানি। কয়েকদিন আগে ছুটি কাটাতে গোয়ায় গিয়ে, ফ্যাব ইন্ডিয়ার শো রুমে পোশাক কিনতে ঢুকেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁরই নজরে আসে, ট্রায়াল রুমে লাগানো রয়েছে সিসিটিভি।
ওয়েব ডেস্ক: গোয়ায় ফ্যাব ইন্ডিয়ায় ট্রায়াল রুমে সিসিটিভিকাণ্ডে, আগাম জামিনের আবেদন করলেন সংস্থার সিইও, এমডি সহ সাত শীর্ষ আধিকারিক। আজই মাপুসায় জেলা আদালতে তাঁদের আবেদনের শুনানি। কয়েকদিন আগে ছুটি কাটাতে গোয়ায় গিয়ে, ফ্যাব ইন্ডিয়ার শো রুমে পোশাক কিনতে ঢুকেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁরই নজরে আসে, ট্রায়াল রুমে লাগানো রয়েছে সিসিটিভি।
এনিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। গ্রেফতার হন ফ্যাব ইন্ডিয়ার ওই শো-রুমের চার জন কর্মী। আজ সংস্থার কয়েকজন অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিস। এমডি এবং সিইও আগামিকাল তদন্তকারীদের মুখোমুখি বসতে রাজি হয়েছেন। তবে তার আগে, আগাম জামিন পেতে আদালতের দ্বারস্থ তাঁরা।