এবার ঈশ্বরই বাঁচাতে পারে দেশের অর্থনীতি, জেলে বসে কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রীর

বিজেপি সাংসদের নয়া তত্ত্বে ভিরমি খেয়েছেন বিরোধীরা। হতবাক অর্থনীতির পণ্ডিতরাও। এ সময় টুইট করে বিতর্কে ঘি দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও

Updated By: Dec 3, 2019, 02:41 PM IST
এবার ঈশ্বরই বাঁচাতে পারে দেশের অর্থনীতি, জেলে বসে কটাক্ষ প্রাক্তন অর্থমন্ত্রীর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জেলে বসেই শান দিচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী। কেন্দ্রের নানা পদক্ষেপে বারংবার সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে পি চিদম্বরমকে। তাও আবার তিহাড় জেলে বসেই। গতকাল লোকসভায় জিডিপি নিয়ে নয়া তত্ত্ব পেশ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ভবিষ্যতে দেশের অর্থনীতি নির্ধারণে জিডিপি মাপকাঠি হবে না। প্রশ্ন তোলেন ১৯৩৪ সালের আগে কীভাবে দেশের অর্থনীতি নির্ধারণ হতো?

বিজেপি সাংসদের নয়া তত্ত্বে ভিরমি খেয়েছেন বিরোধীরা। হতবাক অর্থনীতির পণ্ডিতরাও। এ সময় টুইট করে বিতর্কে ঘি দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও। মঙ্গলবার টুইট করে জানান, জিডিপি অপ্রাসঙ্গিক, পার্সোনাল ট্যাক্স কমিয়ে দেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে আমদানি শুল্ক- বিজেপির এসব অর্থনীতির সংস্কারে একমাত্র বাঁচাতে পারেন ঈশ্বরই।

আরও পড়ুন- হনুমানের উপদ্রব থেকে গ্রামবাসীদের বাঁচাল ‘রয়্যাল বেঙ্গল ডগ’ বুলবুল!

উল্লেখ্য, সম্প্রতি দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি নেমে এসেছে ৪.৫ শতাংশে। জিডিপির ক্রমবর্ধমান অধোগতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। উঠতে বসতে খোঁচা বিরোধীদের। সামাল দিতেই লোকসভায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, জিডিপি অর্থনীতি নির্ধারণে একমাত্র মাপকাঠি নয়। আগামী দিনে  জিডিপির প্রাসঙ্গিকতা হারাবে বলে দাবি নিশিকান্তের। উল্লেখ্য, মোদী জমানায় জিডিপির মাপকাঠি পরিবর্তন করা হয়। নয়া মাপকাঠিতেই গড়গড়িয়ে নীচে নামছে জিডিপি। মোদীর ৫ ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্নে এই জিডিপি যে পর্যাপ্ত নয় এ কথা মেনে নিচ্ছেন বিজেপির একাংশ নেতারাই।  

.