৩২ হাজার টাকায় পৌঁছল সোনার দাম
ফের একপ্রস্থ বাড়ল সোনার দাম। এই প্রথম ৩২ হাজার টাকার গণ্ডি ছাড়াল ১০ গ্রাম সোনার দাম। গত দু`সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম ১,৫৫৫ টাকা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৩০০ টাকা।
ফের একপ্রস্থ বাড়ল সোনার দাম। এই প্রথম ৩২ হাজার টাকার গণ্ডি ছাড়াল ১০ গ্রাম সোনার দাম। গত দু`সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম ১,৫৫৫ টাকা বেড়ে দাঁড়াল ৩২ হাজার ৩০০ টাকা।
বিশ্ববাজারে সোনার দাম ক্রমাগত বাড়ার কারণেই এই বৃদ্ধি বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ী মহল। ইউরো জোনের ঋণ সঙ্কট কাটাতে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক সরকারি বন্ড কেনার ঊর্দ্বসীমা তুলে দিতে পারে বলে জল্পনা চলছে বিশ্ববাজারে। ফলে বন্ডের বিকল্প হিসেবে সোনাতে বিনিয়োগের কথা ভাবছেন অনেকেই। এই জল্পনার কারণে বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়ায় ক্রমাগত সোনার দাম বাড়ছে বলে মনে করছেন স্বর্ণ ব্যবসায়ীদের একাংশ।
অন্যদিকে, সামনেই বিয়ের মরশুম । ফলে বিশ্ববাজারের পাশাপাশি এদেশেও পাল্লা দিয়ে বাড়ছে সোনার চাহিদা। বিশষজ্ঞ মহলের ধারণা এই দুইয়ের মিলিত চাহিদার প্রভাব পড়ছে সোনার দামে।
সোনাসহ বহুমূল্য ধাতুর ক্ষেত্রে ভারত মূলত আমদানি নির্ভর হওয়ার কারণে বিদেশের বাজারে সোনার দামের উত্থান পতনই দেশের বাজারে সোনার দাম নির্ণয় করে। লন্ডনে সোনার দাম ০.৯৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৭০৯.৭০ মার্কিন ডলার ছুঁয়ে নতুন রেকর্ডে পৌঁছিয়েছে।
বিয়ের মরসুমে সোনার দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকে।