৫ বছরে সবচেয়ে সস্তা সোনা, দাম নামল ২৫ হাজারের নীচে
সোনা কেনার সুবর্ণ সময়। একলাফে সোনার দাম কমল অনেকটাই। সোনার দাম নেমে গেল ২৫ হাজারের নীচে। দাম কমায় ভিড় জমছে শহরের সোনার দোকানে।
ওয়েব ডেস্ক: সোনা কেনার সুবর্ণ সময়। একলাফে সোনার দাম কমল অনেকটাই। সোনার দাম নেমে গেল ২৫ হাজারের নীচে। দাম কমায় ভিড় জমছে শহরের সোনার দোকানে।
দুর্গা পুজো থেকে বিয়ে বাড়ি। উত্সবের সাজে সেজে উঠতে সোনার গয়নার জুড়ি মেলা ভার। আদ্যিকাল থেকেই সাজঘরে তাই সোনার বাড়তি কদর। সোনা বউয়ের গা ভরা সোনার গয়নায় ঝলসে উঠত রূপের বাহার। সেই সোনার দামই নিম্নমুখী। কারণ, বেড়েছে ডলারের দাম।
কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম পঁচিশ হাজারেরও কমে নেমে গেছে। ১০ গ্রাম সোনার গয়নারর দাম ২৪ হাজার ৮৫০ টাকা। চব্বিশ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম কমে হয়েছে ২৬ হাজার ৩০ টাকা। বিক্রেতারা বলছেন সোনা কেনার এটাই সুবর্ণ সময়।
সোনার গয়না কিনতে ইতিমধ্যেই শহরের দোকানে ভিড় জমাতে শুরু করেছেন ক্রেতারা।