চলতি বছরেই বাড়তে চলেছে সোনার দাম!

Updated By: Aug 16, 2017, 12:12 PM IST
চলতি বছরেই বাড়তে চলেছে সোনার দাম!

ওয়েব ডেস্ক: দাম বাড়তে চলছে সোনার। বিশেষজ্ঞরা মনে করছেন আগামী ৪ মাসে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩১,৫০০ টাকা হতে চলেছে ৷

সম্প্রতি আমেরিকা ও নর্থ কোরিয়ার মধ্যে চলতে থাকা চাপানউতোরের জেরে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে সোনার ৷ দেশে গত ১৫ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ ৷

 মনে করা হচ্ছে, গ্লোবালপলিটিক্যাল টেনশন চলতে থাকার কারণে সারা বিশ্বে সেফ ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়তে শুরু করেছে ৷ এর জেরে শেয়ার বাজার থেকে সোনাতে মানুষে ইনভেস্ট করতে শুরু করেছে ৷ সোনার ডিমান্ড বাড়তে থাকায় আগামী দিনে ১৪৫০ টাকা বেড়ে সোনার দাম হতে চলেছে ৩১৫০০ টাকা প্রতি ১০ গ্রামে ৷ আগামী দু’মাসে বিয়ের মরশুম শুরু হবে ৷ ফলে দেশের বাজারে সোনার ডিমান্ড বাড়তে চলেছে ৷ তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে, এখনই সোনা কিনে ঘরে রাখুন। পরে ব্যয়সাপেক্ষ হতে পারে।

 

.