উঠছে সোনা, পড়ছে টাকা

ফের সোনা ছুঁলো ৩১ হাজার টাকা। দু বছরের রেকর্ড ছাপিয়ে আজ সোনার দাম এক লাফে বেড়ে গেল ৩১০ টাকা। তবে এর জন্য কেনাবেচায় তেমন প্রভাব পড়বে না বলেই মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা।

Updated By: Aug 16, 2013, 11:36 AM IST

ফের সোনা ছুঁলো ৩১ হাজার টাকা। দু বছরের রেকর্ড ছাপিয়ে আজ সোনার দাম এক লাফে বেড়ে গেল ৩১০ টাকা। তবে এর জন্য কেনাবেচায় তেমন প্রভাব পড়বে না বলেই মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা।
গত কয়েক মাস ধরে সোনার দামের পতন ঠেকাতে কেন্দ্র নীতি গ্রহণ করে। তবুও সামাল দেওয়া যায়নি সোনার দামের পতন। এরপরই গত সপ্তাহে সোনার আমদানি শুল্ক ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। আর এ সপ্তাহ শেষেই, শুক্রবার ১০শ গ্রাম সোনার দাম এক লাফে বেড়ে গেল ৩১০ টাকা।
কেন বাড়ল সোনার দাম? 
 
শেয়ার বাজারে সূচকের ক্রমাগত পতনের জেরে অনেকেই এখন ঝুঁকি নিতে নারাজ। সোনায় বিনিয়োগ করছেন তাঁরা।  
 
আমদানি শুল্কের বৃদ্ধির জেরে জোগান কমতে পারে বলে আশঙ্কা। বাড়বে চাহিদাও। সে জন্য অনেকেই আগাম সোনা কিনে রাখতে চাইছেন।
 
উত্সবের মরশুমে সোনার চাহিদা বেশি।
 
ডলারের তুলনায় টাকার দাম কম। সেটাও অন্যতম কারণ সোনার দামবৃদ্ধির।
 
আবার  বিশ্ববাজারে লাগাতার সোনা কিনছে চিন এবং সিঙ্গাপুর।  
ফের আর এক বার নিজের তৈরি রেকর্ড ভাঙল টাকা। নামতে নামতে এক মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ছুঁল ৬২কে। গত কয়েকদিন যাবত ডলারের চাহিদা এবং মার্কিন মুলুকে চাকরির বাজারের উন্নতির সম্ভাবনাই টাকার রেকর্ড পতনের কারণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
চলতি মাসের ৬ তারিখ ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৬১.৮০। আজকের আগে এটাই ছিল টাকার সর্বোচ্চ পতন।
বুধবার বাজার বন্ধ হওয়ার আগে এক ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৬১.৪৩। গতকাল স্বাধীনতা দিবসের জন্য বন্ধ ছিল শেয়ার মার্কেট। আজ বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্সের ৪৫৭ পয়েন্ট পড়ে ১৮,৯০৯।
 

.