দেশের যে দশটি রেল স্টেশনে মিলছে ফ্রি ওয়াই ফাই পরিষেবা
দেশের রেল স্টেশনে বসে ফ্রি-তে সার্ফ করুন ইন্টারনেট। রেলটেল-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতের দশটি রেল স্টেশনে বিনামূল্যে হাই স্পিড ওয়াই-ফাই পরিষেবা চালু করল গুগল। স্মার্টফোন থাকলেই এবার এই স্টেশনগুলিতে আরামসে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু কিছু দিনের মধ্যেই এই পরিষেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ওয়েব ডেস্ক: দেশের রেল স্টেশনে বসে ফ্রি-তে সার্ফ করুন ইন্টারনেট। রেলটেল-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতের দশটি রেল স্টেশনে বিনামূল্যে হাই স্পিড ওয়াই-ফাই পরিষেবা চালু করল গুগল। স্মার্টফোন থাকলেই এবার এই স্টেশনগুলিতে আরামসে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু কিছু দিনের মধ্যেই এই পরিষেবা চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
যে দশটি রেল স্টেশনে পাওয়া যাচ্ছে এই ওয়াই ফাই পরিষেবা
মুম্বই সেন্ট্রাল, পুণে, ভুবনেশ্বর, ভোপাল, রাঁচি, রায়পুর, বিজয়ওয়াড়া, কাচেগুড়া, এরনাকুলাম (জং) , বিশখাপত্তনম।
মনে করা হচ্ছে অন্তত ১৫ লক্ষ মানুষ প্রত্যেকদিন এই পরিষেবার সুবিধা ভোগ করতে পারবেন।