অক্সিজেনের অভাবে গোরক্ষপুর হাসপাতালের শিশুদের মৃত্যু হয়েছিল, রিপোর্ট জেলাশাসকের

Updated By: Aug 17, 2017, 03:05 PM IST
অক্সিজেনের অভাবে গোরক্ষপুর হাসপাতালের শিশুদের মৃত্যু হয়েছিল, রিপোর্ট জেলাশাসকের

ওয়েব ডেস্ক: অক্সিজেনের অভাবেই গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালের এনসেফেলাইটিস ওয়ার্ডে শিশুদের মৃত্যু হয়েছিল। জেলাশাসক রাজীব রৌতেলার রিপোর্টে এমনটাই বলা হয়েছে। কেন্দ্রীয় দল প‌র্যবেক্ষণে এসে জানিয়েছিল, শিশুদের মৃত্যু অক্সিজেনের অভাবে হয়নি। 

রিপোর্টে অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধান সতীশ কুমার, অধ্যক্ষ আর কে মিশ্র, অক্সিজেন ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিকে কাঠগড়ায় তোলা হয়েছে। পুস্পা সেলস-কেও দায়ী করা হয়েছে। অক্সিজেনের জোগান বন্ধ করে দেওয়া উচিত হয়নি। এরইসঙ্গে সমানভাবে দায়ী চিকিৎসক কাফিল খান। উত্তর প্রদেশের মুখ্যসচিব রাজীব কুমার স্বীকার করেছেন, তিনি জেলাশাসকের রিপোর্টটি পেয়েছেন। আগামী ২০ অগাস্ট মুখ্যসচিবের তদন্ত রিপোর্ট জমা পড়বে।

এদিনই এলাহাবাদ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর আবেদন, বিআরডি হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত করতে হবে। বন্ধ করতে হবে চিকিৎসকদের ‌প্রাইভেট প্র্যাকটিস।   

 

.