সরকারি ব্যাঙ্ক কর্মচারিদের ধর্মঘটে বেহাল হতে পারে ব্যাঙ্ক পরিষেবা

Updated By: Jan 8, 2016, 12:51 PM IST
সরকারি ব্যাঙ্ক কর্মচারিদের ধর্মঘটে বেহাল হতে পারে ব্যাঙ্ক পরিষেবা

ওয়েব ডেস্ক: আজ সারা ভারত জুড়ে ধর্মঘটে সামিল হতে চলেছে সরকারি ব্যাঙ্ক কর্মাচারিরা। যার জেরে আজ থমকে যেতে পারে গোটা ভারতের ব্যঙ্কিং পরিষেবা। অচল থাকবে টাকার লেন-দেন। অর্থনীতিবিদরা মনে করছেন, এর প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। এই ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারত ব্যাঙ্ক কর্মচারি সংগঠন (All India Bank Employees' Association -AIBEA)। তবে অফিসার র‍্যাঙ্কের আধিকারিকরা এই ধর্মঘটে নিজেদের সামিল করছেন না, এমনটাই জানানো হয়েছে AIBEA-এর তরফ থেকে।

সরকারি ব্যাঙ্ক গুলিতে ধর্মঘট চললেও, সচল থাকবে দেশের অন্যান্য বেসরকারি ব্যঙ্কিং পরিষেবা। ২০১৫ বর্ষের ২৮ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছিল AIBEA

.