মে-জুনে দেশের ৮০ কোটি মানুষকে ফ্রি-তে রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের
দেশের ৮০ কোটি মানুষকে রেশন (Ration) দিতে খরচ পড়বে ২৬ হাজার কোটি টাকার বেশি অর্থ।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করল মোদী সরকার (Modi Govt)। ২৬ হাজার কোটি টাকার বেশি খরচ পড়বে এই কর্মসূচিতে। গতবছরও করোনা পরিস্থিতিতে নিখরচায় দেশজুড়ে রেশন বণ্টন করেছিল কেন্দ্র।
কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন দেওয়া হবে। ৫ কেজি চাল-গম দেওয়া হবে ৮০ কোটি মানুষকে। সেজন্য ২৬,০০০ কোটি টাকার বেশি খরচ করতে হবে সরকারকে।
Government of India to provide free foodgrains under PM Garib Kalyan Ann Yojana for May & June 2021. 5 kg free food grains to be provided to around 80 crore beneficiaries. Government of India would spend more than Rs 26,000 crore on this initiative: Government of India
— ANI (@ANI) April 23, 2021