পেট্রোল-ডিজেলে জিএসটি লাগুর পক্ষে কেন্দ্রীয় সরকার, সংসদে জানালেন জেটলি

অর্থমন্ত্রী বলেন, সরকার পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার পক্ষে। এনিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করতে হবে

Updated By: Dec 19, 2017, 04:51 PM IST
পেট্রোল-ডিজেলে জিএসটি লাগুর পক্ষে কেন্দ্রীয় সরকার, সংসদে জানালেন জেটলি

নিজস্ব প্রতিবেদন: পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনতে চায় সরকার। সংসদে জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
পেট্রোপণ্যের জিএসটি-র অন্তর্ভুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব বিরোধীরা। তাদের দাবি, পেট্রোল-ডিজেলের উপরে জিএসটি লাগু হলে জ্বালানির দাম কমবে। মঙ্গলবার বিষয়টি সংসদে উত্থাপন করেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিনি এদিন বলেন, ‘এখন দেশের ১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাহলে পেট্রোপণ্যে জিএসটি লাগু করতে বাধা কোথায়? এনিয়ে জিএসটি কাউন্সিল কি কোনও ব্যবস্থা নেবে?’
রাজ্যসভায় চিদম্বরমের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনার পক্ষে। এনিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করতে হবে। আশা করি বিরোধীরা সরকারের সঙ্গে সহমত হবে। সরকার বিরোধী দলের নেতাদের সঙ্গেও এনিয়ে কথা বলবে। ইউপিএ সরকারের আমলে জিএসটি বিলের ‌যে খসড়া তৈরি হয়েছিল তার মধ্যে পট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা হয়নি।’
উল্লেখ্য, গত সপ্তাহেই বিহারের অর্থমন্ত্রী সুশীল মোদী বলেছিলেন, বিদ্যুৎ, রিয়েল এস্টেটে ও পেট্রোলিয়াম পণ্যে জিএসটি লাগু হওয়া উচিত। তার পরেই মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে জিএসটি লাগুর পক্ষে সওয়াল করলেন জেটলি।
আরও পড়ুন-গুজরাট বিজয়ের পরও মুখ্যমন্ত্রী বদল! দৌড়ে রয়েছেন স্মৃতি

 

 

 

.