রিলায়েন্সকে ৫৭৯ মিলিয়ন ডলার জরিমানা মোদীসরকারের

লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম গ্যাস উত্তোলনের জন্য রিলায়ান্সকে জরিমানা করল কেন্দ্রীয় সরকার। মুকেশ অম্বানির সংস্থাকে ৫৭৯ মিলিয়ন ডলার বাড়তি জরিমানা দিতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ লোকসভায় একথা জানিয়েছেন।

Updated By: Jul 14, 2014, 07:15 PM IST

লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম গ্যাস উত্তোলনের জন্য রিলায়ান্সকে জরিমানা করল কেন্দ্রীয় সরকার। মুকেশ অম্বানির সংস্থাকে ৫৭৯ মিলিয়ন ডলার বাড়তি জরিমানা দিতে হবে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ লোকসভায় একথা জানিয়েছেন।

২০১০ সালের পয়লা এপ্রিল থেকে কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় তেল উত্তোলন করে আসছে রিলায়ান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কিন্তু গত চার বছরে কোনওবারই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি রিল। উল্টে তার চেয়ে অনেক কম পরিমাণে তেল উত্তোলন করেছে তারা। এর জন্য মোট ২৩৭৬ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে রিলায়েন্সকে। পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, কেজি বেসিনের ডি সিক্স ব্লকের ধীরুভাই ওয়ান ও থ্রি গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ৮০ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস তোলার কথা রিলের। কিন্তু গত চার আর্থিক বছরে তার অর্ধেকও তুলতে পারেনি রিল। চলতি আর্থিক বছরে গ্যাস উত্তোলনের পরিমাণ কমে দাঁড়ায় আট মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটারে। তারপরই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে জরিমানা করে কেন্দ্রীয় সরকার।

.