কবে নির্বাচন জানা যাবে আজ, বিজেপি-কে সরাসরি চ্যালেঞ্জ আপের

হিমাচল বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ৮ জানুয়ারী। বিধানসভায় বিজেপির ৪৫ জন বিধায়ক রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ২০ জন বিধায়ক রয়েছেন এই বিধানসভায়। গুজরাট বিধানসভা নির্বাচন হয় ২০১৭ সালে। সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৯৯টি আসন জেতে। অন্যদিকে কংগ্রেস ৭৭টি আসন জিতেছিল। সেই নির্বাচনে আপের আসন সংখ্যা ছিল শূন্য। 

Updated By: Oct 14, 2022, 12:33 PM IST
কবে নির্বাচন জানা যাবে আজ, বিজেপি-কে সরাসরি চ্যালেঞ্জ আপের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ঘোষণা হতে চলেছে নির্বাচনের দিন। সামনেই রয়েছে গুজরাত এবং হিমাচল প্রদেশের ভোট। আজ শুক্রবার দুপুর তিনটে নাগাদ এই দুই রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখে শেষ হতে চলেছে গুজরাতের বিধানসভার মেয়াদ। অন্যদিকে হিমাচল প্রদেশের বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে জানুয়ারি মাসের আট তারিখ। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সম্প্রতি এই দুই রাজ্যের ঘুরে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন।

এই দুই রাজ্যেই পর পর যাওয়া আসা শুরু করেছেন বিভিন্ন নেতারা। একই সঙ্গে নরেন্দ্র মোদীর সফর, এই দুই রাজ্যেই নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে। গুজরাতে শাসক বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার গুজরাত ভ্রমণ করেছেন আপ নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্প্রতি সেই রাজ্যে আপের নিরবাচনি প্রতিশ্রুতির কথাও জানিয়ে দিয়েছেন তিনি।

এই সপ্তাহের শুরুতেই গুজরাতে বুধবার একটি মিছিলের সূচনা করেছেন বিজেপি-র প্রধান জেপি নাড্ডা। এই মিছিলের সূচনার সময় কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন তিনি। এরমধ্যে অন্যতম হল রাজ্যের উন্নয়নে বাধা দেওয়া অভিযোগ। সম্প্রতি নরেন্দ্র মোদী এই রাজ্যে এসে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন। এইসব প্রকল্পের সম্মিলিত খরচ বহু কোটি টাকা।

অন্যদিকে হিমাচল প্রদেশে বড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। তাদের কার্যনির্বাহী সভাপতি হর্ষ মহাজন যোগ দিয়েছেন বিজেপি-তে।

গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনের জন্য নির্বাচন ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে অনুমান করা হচ্ছে। আগের বিধানসভা নির্বাচন হয় ২০১৭ সালে। সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৯৯টি আসন জেতে। অন্যদিকে কংগ্রেস ৭৭টি আসন জিতেছিল। সেই নির্বাচনে আপের আসন সংখ্যা ছিল শূন্য। আপ এই নির্বাচনের মাধ্যমে নিজেকে একটি জাতীয় দল হিসেবে তুলে ধরার সুযোগ পাবে।

আরও পড়ুন: Gujarat Man Kills daughter: তন্ত্র-মন্ত্রের নামে নির্মম অত্যাচার, মোদী রাজ্যে প্রাণ গেল কিশোরীর

হিমাচল প্রদেশের ৬৮ সদস্যের বিধানসভার জন্যও এই বছরের ডিসেম্বরে ভোট হতে পারে। ২০১৭ সালে, জয় রাম ঠাকুর মুখ্যমন্ত্রী হয়ে পার্বত্য রাজ্যে বিজেপি সরকার গঠন করে।

অন্যদিকে, হিমাচল বিধানসভার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ৮ জানুয়ারী। বিধানসভায় বিজেপির ৪৫ জন বিধায়ক রয়েছে। অন্যদিকে কংগ্রেসের ২০ জন বিধায়ক রয়েছেন এই বিধানসভায়।

নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণার করার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি কার্যকর হবে দুই রাজ্যে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.