মোদীর জয়ের ইঙ্গিতে দুরন্ত গতিতে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। স্বস্তি বিনিয়োগকারী মহলে। 

Updated By: Dec 18, 2017, 11:30 AM IST
মোদীর জয়ের ইঙ্গিতে দুরন্ত গতিতে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদন: প্রথম রাউন্ডে পিছিয়ে বিজেপিকে কড়া টক্করের মুখে ফেলেছিল কংগ্রেস। তার প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। পদ্ম শিবিরের পতনের খবরে ৮৫০ পয়েন্টেরও বেশি পড়ে যায় বম্বে স্টক একচেঞ্জ সূচক সেনসেক্স। ৩০০ অঙ্ক পড়ে যায় নিফটি। কিন্তু গুজরাটে বিজেপির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলতেই ক্রমশ উপরে উঠতে শুরু করে শেয়ার বাজারের চাকা।

গুজরাটে একশোর বেশি আসনে এখন এগিয়ে বিজেপি। হিমাচলপ্রদেশেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে তারা। আর এই ফলেরই ইতিবাচক প্রভাব পড়ে বাজারে। প্রাথমিক ধাক্কা সামলে উঠতে শুরু করে সেনসেক্স ও নিফটি। সেনসেক্স আড়াইশোর বেশি পয়েন্টে উঠে গিয়েছে এখন। ৮০ অঙ্কের উপরে নিফটি।

আরও পড়ুন- ইশারাই কাফি, গুজরাট ও হিমাচলে জয়ের ইঙ্গিত আসতেই বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী

বাজার বিশেষজ্ঞদের মতে, গুজরাটের ফলের উপরে অনেক কিছু নির্ভর করছে। গুজরাট হারলে বিজেপির আত্মবিশ্বাসে চিড় ধরবে। বাধাপ্রাপ্ত হতে পারে আর্থিক সংস্কার। বিনিয়োগকারীরা সেই আশঙ্কাই প্রতিফলিত হয়েছে বাজারে।
      

.