কীভাবে আত্মঘাতী হয়েছিলেন গান্ধীজি? নবম শ্রেণির পরীক্ষায় প্রশ্ন দেখে থ পড়ুয়ারা

গান্ধীনগরের জেলা স্কুল বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, এইসব প্রশ্ন অত্যন্ত আপত্তিজনক। এনিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়েছে

Updated By: Oct 13, 2019, 05:57 PM IST
কীভাবে আত্মঘাতী হয়েছিলেন গান্ধীজি? নবম শ্রেণির পরীক্ষায় প্রশ্ন দেখে থ পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধী কীভাবে আত্মঘাতী হয়েছিল জানেন? শুনতে আশ্চর্য লাগছে? হাঁ, এরকম এক প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে গিয়েছে গুজরাট স্কুলশিক্ষা দফতরও। কারণ গুজরাটের একটি স্কুলে ক্লাস নাইনের একটি প্রশ্ন এটি।

আরও পড়ুন-সাক্ষাত্কার দিতে এখন হাজার হাজার টাকা নিচ্ছেন নির্ভয়ার সেই প্রেমিক

ক্লাস নাইনের একটি পরীক্ষায় গুজরাটের একটি স্কুলে প্রশ্ন করা হয়েছে, কীভাবে আত্মহত্যা করেছিলেন গান্ধীজি? ওই স্কুলটি চলে দ্যা সুফালাম শালা বিকাশ সাঙ্কুল মানে একটি সংগঠেনর ব্যানারে। ওই সংগঠনটি সরকারের অনুমোদনপ্রাপ্ত।

আরও রয়েছে। গুজরাটের একটি স্কুলের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় জেলা পুলিস সুপারকে একটি চিঠি লিখতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, এলাকায় মদের বাড়বাড়ন্ত ও মাতালরা কীভাবে মাতলামি করে তা নিয়ে একটি চিঠি লেখ।

আরও পড়ুন-গাছে বেঁধে গণপিটুনি, সালকিয়ায় যুবকের মৃত্যু

গান্ধীনগরের জেলা স্কুল বোর্ডের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, এইসব প্রশ্ন অত্যন্ত আপত্তিজনক। এনিয়ে তদন্তের আদেশ দেওয়া হয়েছে। রিপোর্ট এলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

.