গুজরাট-হিমাচল জিতেই অমিত লক্ষ্য লোকসভা

গুজরাটে হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। সহজেই জিতেছে বিজেপি। দাবি করলেন অমিত শাহ। 

Updated By: Dec 18, 2017, 05:20 PM IST
গুজরাট-হিমাচল জিতেই অমিত লক্ষ্য লোকসভা

নিজস্ব প্রতিবেদন: গুজরাট ও হিমাচল প্রদেশ জিতেই ২০১৯ সালের লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বললেন, ''১৯টি রাজ্যে বিজেপি ক্ষমতায়। ১৪টি রাজ্যে এক সরকার চালাচ্ছে। বাকিগুলিতে জোট করে ক্ষমতায় রয়েছে। ২০১৯ সালের ভোটে এর প্রভাব পড়বে। দেশের যুবপ্রজন্মের জন্য ২০২২ সালে নতুন ভারতের স্বপ্ন দেখেছেন মোদী। সেই স্বপ্নপূরণ হবে।''   

গুজরাটে ওবিসি, দলিত ও পাতিদার 'ফ্যাক্টর' উড়িয়ে জিতেছে বিজেপি। এর কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, ''২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দেশে জাতিবাদ, পরিবারতন্ত্র ও  তোষণের রাজনীতি বন্ধ হয়েছে। নরেন্দ্র মোদীর উন্নয়নে ভরসা করছেন মানুষ। দলিত, আদিবাসী, গ্রামের মানুষ ও দরিদ্রদের জন্য শতাধিক প্রকল্প এনেছেন নরেন্দ্র মোদী।'' 

আরও পড়ুন- কংগ্রেসের বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ: যোগী

গুজরাটে ২০১২ সালে ১১৫টি আসন পেয়েছিল বিজেপি। এবার আসন সংখ্যা প্রায় ১৫টি কমে গিয়েছে। তবে লড়াই তুল্যমূল্য হয়নি বলে দাবি অমিতের। তাঁর কথায়, ''খুব সহজেই জিতেছি। আমাদের ভোট শতাংশ গতবারের চেয়ে বেড়েছে। হিমাচলপ্রদেশে দুই তৃতীয়াংশ আসন পেয়েছি। আসন্ন চারটি রাজ্যের ভোটেও জিতব।'' 

রাজনৈতিক মহলের মতে, দেশের ১৯টি রাজ্যে ক্ষমতায় বিজেপি। আরও চারটি রাজ্যের নির্বাচনেও তারা ভাল করতে পারে। ফলে ২০১৯ সালে লোকসভা ভোটে বিরোধীদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। বিজেপিকে এখন আর শুধু গোবলয়ের দল বলা যাবে না, বরং গোটা ভারত জুড়েই এখন তাদের উপস্থিতি।

.