Viral Marksheet: গুজরাতে প্রাইমারি কেলেঙ্কারি! ২০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ২১২, ভাইরাল মার্কশিট...

রেজাল্ট যখন তৈরি করা হচ্ছিল, তখন মার্কশিটে নম্বর তোলার সময় ভুল টাইপিংয়ের জেরে এই ভুলটি ঘটে।

Updated By: May 9, 2024, 06:43 PM IST
Viral Marksheet: গুজরাতে প্রাইমারি কেলেঙ্কারি! ২০০ নম্বরের পরীক্ষায় প্রাপ্ত ২১২, ভাইরাল মার্কশিট...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষা ২০০ নম্বরের। কিন্তু পরীক্ষার্থী একটি বিষয়ে পেয়েছে ২১২। আর আরেকটি বিষয়ে পেয়েছে ২১১। সেই মার্কশিটের ছবি সামনে আসতেই, তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

তাজ্জব করা ঘটনাটি ঘটেছে গুজরাতের একটি প্রাইমারি স্কুলে। ক্লাস ফোরের এক পড়ুয়া ২০০ নম্বরের পরীক্ষায় অংকে পেয়েছে ২১২ আর গুজরাতিতে পেয়েছে ২১১। ভাইরাল হওয়া মার্কশিটের ছবিতে দেখা যাচ্ছে, অংকে ও গুজরাতিতে প্রাপ্ত নম্বরের নীচে লাল কালি দিয়ে দাগ! বাকি বিষয়গুলির নম্বর অবশ্য ঠিক-ই আছে।

জানা গিয়েছে, রেজাল্ট যখন তৈরি করা হচ্ছিল, তখনই ভুলটি ঘটে। মার্কশিটে নম্বর তোলার সময় ভুল টাইপিংয়ের জেরে ঘটে যায় এঘটনা। আর তারপরই তা ভাইরাল। তবে ভুল সামনে আসতেই তা সংশোধন করা হয়েছে। নয়া মার্কশিটে ওই পড়ুয়া গুজরাতিতে পেয়েছে ১৯১ আর অংকে পেয়েছে ১৯০।

আরও পড়ুন, Mumbai Chicken Shawarma Death: স্লো পয়জনিং? চিকেন শাওয়ারমা খেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ল কিশোর!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.