মোদীর সভার কিছু দূরে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই
কয়েক ঘণ্টার মধ্যেই জম্মুতে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টায় উদামপুরে নির্বাচনী সভা করবেন তিনি। কিন্তু মোদীর সভা থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে সকাল থেকেই চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই!
জম্মু: কয়েক ঘণ্টার মধ্যেই জম্মুতে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টায় উদামপুরে নির্বাচনী সভা করবেন তিনি। কিন্তু মোদীর সভা থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে সকাল থেকেই চলছে সেনা-জঙ্গির গুলির লড়াই!
জম্মুর আরিনায় সকাল ৯টা থেকে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলি বিনিময়। এখনও দু-তিন জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আরিনা থেকে ১১০ কিলোমিটার দূরে উদামপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশ করবেন। সেখান থেকে নির্বাচনী সভা করতে যাবেন পুঞ্চে।
বৃহস্পতিবার জম্মুর আর এস পুরা সেক্টরে আর্ন্তজাতিক সীমান্তের কাছে সেনা বাঙ্কারে অনুপ্রেবেশ করে জঙ্গিরা। হামলায় নিহত হয়েছেন ৩ সেনা জওয়ান। উল্লেখযোগ্য ভাবে হামলার ঘণ্টা খানেক আগেই জঙ্গিদের গতিবিধির খবর সেনার কাছে পৌঁছে দিয়েছিল গ্রামবাসীরা। তারপরই বাঙ্কারে হামলা চালায় দুষ্কৃতীরা।