স্কুল ফি নিয়ে অবশেষে স্বস্তিতে অভিভাবকেরা!

ফি নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনও স্থগিতাদেশ আনল না সুপ্রিম কোর্ট

Reported By: জ্যোতির্ময় কর্মকার | Updated By: Oct 28, 2020, 05:19 PM IST
স্কুল ফি নিয়ে অবশেষে স্বস্তিতে অভিভাবকেরা!

নিজস্ব প্রতিবেদন: স্কুল ফি নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্যের ফলে বেসরকারি স্কুলগুলিই একটু ব্যাকফুটে চলে গেল। এবং এ ক্ষেত্রে হাইকোর্টের এক্তিয়ার নিয়ে যে-প্রশ্ন স্কুল কর্তৃপক্ষ তুলেছিলেন, সেটাতে সুপ্রিম কোর্ট একেবারেই আমল না দেওয়ায়, হাইকোর্টের অবস্থানই আরও জোরদার হল। 

রাজ্যের ১৯টি স্কুল সুপ্রিম কোর্টে মামলা করে। তাদের যুক্তি ছিল, হাইকোর্ট যে ভাবে ২০ শতাংশ ফি কমানোর কথা বলেছে সেটা তাদের পক্ষে বাস্তবে সম্ভব নয়। শুধু তা-ই নয়, স্কুলগুলির তরফে জানানো হয়েছিল, হাইকোর্টের কোনও ক্ষমতাই নেই স্কুল ফি কমানোর ব্যাপারে কোনও নির্দেশিকা দেওয়ার। 

সুপ্রিম কোর্ট অবশ্য স্কুল কর্তপক্ষের এ দু'টি আপত্তিই খারিজ করে দিয়েছে। তবে, হাইকোর্ট ওই ২০ শতাংশ ছাড় ছাড়াও তুলনায় অর্থনৈতিক ভাবে দুর্বল অভিভাবকদের আরও কিছু সুবিধা দেওয়ার জন্য যে কমিটি গঠন করার কথা বলেছিল, আপাতত সেই কমিটি গঠন হচ্ছে না বলেই জানিয়েছে শীর্ষ আদালত।

তার আগে অবশ্য বাদী ও বিবাদী পক্ষে যথেষ্ট বাদানুবাদ হয়েছে। স্কুল যেখানে খোলাই হয়নি, সেখানে ট্রান্সপোর্ট ফি বা অন্য এশট্যাবলিশমেন্ট কস্ট নেওয়া যুক্তিযুক্ত কিনা, এই প্রশ্ন তোলা হয়েছিল। জবাবে স্কুলপক্ষের যুক্তি ছিল, লকডাউনের সময়ে স্কুল চালাতে তাদের খরচ অনেক বেড়েছে। সেই খরচ মেটাতে গেলে ফি কমানো অসম্ভব।
তবে বিষয়টির পুরোপুরি নিষ্পত্তি হয়নি। পরবর্তী শুনানি হবে। তবে দিন ধার্য হয়নি। প্রসঙ্গত, কপিল সিবাল স্কুল কর্তৃপক্ষের হয়ে সওয়াল করেছেন।

আরও পড়ুন:  শাহের নির্দেশ নিয়েই কি পাহাড়ে উঠবেন ধনখড়? বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক

.