৩০ নভেম্বর পর্যন্ত জারি আনলক ৫-এর নির্দেশিকা; স্কুল খুলবে কবে, কী বলল কেন্দ্র

রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তা নির্ভর করবে এলাকার করোনা পরিস্থিতির ওপরে

Updated By: Oct 28, 2020, 04:33 PM IST
 ৩০ নভেম্বর পর্যন্ত জারি আনলক ৫-এর নির্দেশিকা; স্কুল খুলবে কবে, কী বলল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ রুখতে আনলক ৫ এর নির্দেশিকার মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। অর্থাত্ নভেম্বর মাসের গোটাটাই পুরনো নির্দেশিকা বহাল থাকছে। ফলে স্কুল-কলেজ খুলবে কিনা তা পড়ুয়াদের অভিভাবক, পরিচালন কমিটির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

আরও পড়ুন-আবেদন খারিজ, অতিমারী পরিস্থিতিতে ২০% ফি কমাতেই হবে স্কুলগুলিকে

দেখে নেওয়া যাক আনলক ৫-এ স্কুল-কলেজের জন্য কী নির্দেশিকা ছিল

** রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি স্কুল-কলেজ-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তা নির্ভর করবে এলাকার করোনা পরিস্থিতির ওপরে। এক্ষেত্রে প্রতিটি ক্ষেত্র আলাদা আলাদা ভাবে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে।

** অনলাইনে পড়াশোনার ব্যপারে পড়ুয়াদের উত্সাহ দিতে হবে।

** যেসব পড়ুয়া ঘরে থেকেই অনলাইনে পড়াশোনা করতে চায় তাদের স্কুলে আসতে বাধ্য করা যাবে না।

** পড়ুয়ারা স্কুলে আসতে পারে একমাত্র তাদের অভিভাবকদের লিখিত অনুমতি নিয়েই।

আরও পড়ুন-ষড়যন্ত্রেই কি পুড়ল সল্টলেকের মন্ডপ? ভস্মীভূত দুর্গার নমুনা নিল ফরেন্সিক দল

** স্কুলে হাজিরার ব্যাপারে জোর করা যাবে না।

** এলাকার করোনা পরিস্থিতির ওপরে নির্ভর করে শিক্ষাপ্রতিষ্ঠানে অচরণবিধি ঠিক করবে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলি।

** পিএইচডি গবেষক ও এমএসসি পাঠরত পড়ুয়া যাদের ল্যাবের প্রয়োজন রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে।

.