বেদের তত্ত্বকে আপেক্ষিকতা তত্ত্বের থেকেও শক্তিশালী বলেছিলেন হকিং, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় বিজ্ঞান কংগ্রেসে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মণিপুরের গভর্নর নাজমা হেপতুল্লা সহ দেশের একঝাঁক বিজ্ঞানী ও গবেষক

Updated By: Mar 17, 2018, 05:12 PM IST
বেদের তত্ত্বকে আপেক্ষিকতা তত্ত্বের থেকেও শক্তিশালী বলেছিলেন হকিং, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন:  জাতীয় বিজ্ঞান কংগ্রেসে শ্রোতাদের চমকে দিলেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন। ইম্ফলে আয়োজিত ওই সম্মেলনে শনিবার হর্ষবর্ধন দাবি করেন, সদ্য প্রয়াত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং নাকি মন্তব্য করেছিলেন বেদের তত্ব আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি তত্বেও থেকেও শক্তিশালী।
জাতীয় বিজ্ঞান কংগ্রেসে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মণিপুরের গভর্নর নাজমা হেপতুল্লা সহ দেশের একঝাঁক বিজ্ঞানী ও গবেষক। তাঁদের সামনেই হর্ষ বর্ধন বলেন, ‘সম্প্রতি আমরা বিশিষ্ট  বিজ্ঞানী স্টিফেন হকিংকে হারিয়েছি। তিনি জোর দিয়ে বলেছিলেন, বেদের কোনও কোনও তত্ব আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি তত্বের থেকেও শক্তিশালী।’
আরও পড়ুন-নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিই নাটক : সোনিয়া গান্ধী
কেন্দ্রীয় মন্ত্রী ওই মন্তব্য করলেও তিনি কোনও সূত্র জানাতে অস্বীকার করেন। বলেন, ‘হকিং ওই ধরনের মন্তব্য প্রকাশ্যে করেছিলেন। আপনারা খোঁজ খবর করে দেখুন।’
বিজ্ঞান কংগ্রেসে এদিন উপস্থিতি ছিলেন ভারতের বিশিষ্ট কমপিউটার বিশেষজ্ঞ ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য বিজয় ভাটকর। তিনিও হর্ষ বর্ধনের মন্তব্যে অস্বস্তিতে পড়ে যান। সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আমি নিজে হকিংয়ের ওই ধরনের কোনও মন্তব্যের কথা জানি না। তবে মন্ত্রীর কথা উড়িয়েও দিচ্ছি না।’

 

.