বাবরি মসজিদ আন্দোলনের নেতার মুখে মোদীর প্রশংসা, লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান হাসিম আনসারির

বাবরি মসজিদ আন্দোলনের প্রথম সারির নেতার মুখে এবার নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা। আর তাতেই লোকসভা ভোটের মুখে কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস। লোকসভা নির্বাচনে মোদীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাবরি আন্দোলনের নেতা হাসিম আনসারি। একই সঙ্গে তিনি বলেন, সাম্প্রদায়িকতার জুজু দেখাচ্ছে কংগ্রেস। আর এই সুযোগটাকেই কাজে নামাতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

Updated By: Dec 7, 2013, 10:35 PM IST

বাবরি মসজিদ আন্দোলনের প্রথম সারির নেতার মুখে এবার নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা। আর তাতেই লোকসভা ভোটের মুখে কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস। লোকসভা নির্বাচনে মোদীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাবরি আন্দোলনের নেতা হাসিম আনসারি। একই সঙ্গে তিনি বলেন, সাম্প্রদায়িকতার জুজু দেখাচ্ছে কংগ্রেস। আর এই সুযোগটাকেই কাজে নামাতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

দেশের প্রধানমন্ত্রী হতে গেলে মুসলিমদের ভোট প্রয়োজন নরেন্দ্র মোদীর। এই মন্তব্যটা করেই শুক্রবার বিতর্কটা উসকে দিয়েছিলেন বাবরি মসজিদ আন্দোলনের নেতা হাসিম আনসারি। একই সঙ্গে নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি। আনসারির মতে, গুজরাতে ভালই আছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আনসারির এই মন্তব্য থেকেই এবার রাজনৈতিক ফসল তুলতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি।

Tags:
.