হাথরাসকাণ্ডে নির্যাতিতার পরিবারকে চাকরি দিতে হবে, যোগী সরকারকে ৩ মাসের সময়সীমা দিল আদালত

 প্রসঙ্গত, ২০২০-র সেপ্টেম্বরে ধর্ষণ ও খুন করা হয় নির্যাতিতাকে। হাসপাতালে ১৪ দিন লড়াই করার পর হাথরস নির্যাতিতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। উত্তরপ্রদেশের পুলিস দিল্লির সফদরজং হাসপাতাল থেকে নির্যাতিতার দেহ নিয়ে এসে বাড়ির সামনে চুপিসারে দাহ করে দেয়। 

Updated By: Jul 28, 2022, 03:14 PM IST
হাথরাসকাণ্ডে নির্যাতিতার পরিবারকে চাকরি দিতে হবে, যোগী সরকারকে ৩ মাসের সময়সীমা দিল আদালত
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  হাতরাসকাণ্ডে (Hathras case) এবার নয়া আদেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। আদালত উত্তরপ্রদেশ সরকারকে (UP) নির্দেশ দিয়েছে, তিন মাসের মধ্যে সরকারি দফতরে বা উদ্যোগে চাকরি দেওয়ার কথা বিবেচনা করতে হবে। হাতরাসকাণ্ডের শিকার যে পরিবার তাদের কোনও সদস্যের চাকরির ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত, ২০২০-র সেপ্টেম্বরে ধর্ষণ ও খুন করা হয় নির্যাতিতাকে। হাসপাতালে ১৪ দিন লড়াই করার পর হাথরস নির্যাতিতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। উত্তরপ্রদেশের পুলিস দিল্লির সফদরজং হাসপাতাল থেকে নির্যাতিতার দেহ নিয়ে এসে বাড়ির সামনে চুপিসারে দাহ করে দেয়। 

আদালত সরকারকে ৩০ সেপ্টেম্বর,২০২০-তে একজন সদস্যকে চাকরি দেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে লিখিতভাবে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার নির্দেশ দিয়েছে। বিচারপতি রাজন রায় এবং বিচারপতি জসপ্রীত সিং-এর একটি বেঞ্চ পরিবারের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন এবং পরিবারের শিশুদের শিক্ষাগত চাহিদার কথা মাথায় রেখে নির্যাতিতার পরিবারকে হাতরাসের বাইরে কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে স্থানান্তর করার কথা বিবেচনা করার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারকে ছয় মাসের মধ্যে তা কার্যকর করতে বলা হয়েছে।

নিহতের পরিবার দাবি করেছিল যে হাতরাসের বাইরে একটি চাকরি এবং পুনর্বাসন তাদের প্রয়োজন। দাখিল করা হয়েছে যে, ঘটনার পর নির্যাতিতার ভাই ও বাবা বেকার হয়ে যায় এবং পরিবারটির জীবিকা নির্বাহের জন্য স্বল্প কৃষি জমি ছিল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার কারণে তাদের পক্ষে হাথরাসে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন, Rapid Rail: বুলেটের পরে এবার র‍্যাপিড রেল, মাত্র ১ ঘণ্টায় পৌছান দিল্লি থেকে মেরঠ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.