চলে এসেছে নিম্নচাপ, বৃহস্পতিবার থেকেই শুরু বৃষ্টি
নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে কলকাতাতেও।
নিজস্ব প্রতিবেদন: নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণাবর্তটি গভীর নিম্নচাপ হয়ে শুক্রবার দুপুরের পর পুরীর কাছে ওডিশা উপকূলে ভূভাগে প্রবেশ করবে।
নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে কলকাতাতেও। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শনিবার থেকে ফের উন্নতি হবে আবহাওয়ার। রবিবার ফের রোদ উঠতে পারে বলে অনুমান।
নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টি হতে পারে ওডিশায়। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ছত্তিসগড় ও ঝাড়খণ্ডের একাংশে। মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশেও বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে।