প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতার আশঙ্কা মুম্বইয়ে, ছক কষছে ৪টি জঙ্গি সংগঠন
প্রজাতন্ত্র দিবসের আগে দেশের একাধিক রাজ্যে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। নাশকতার ছক কষেছে পাক মদতপুষ্ট চারটি জঙ্গি সংগঠন। তাদের টার্গেটে রয়েছে মুম্বইও। এই মর্মে মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ ও ওড়িশাকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রজাতন্ত্র দিবসের আগে ফের দেশে জঙ্গি নাশকতার আশঙ্কা। মুম্বইয়ে জরুরি সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মুম্বই ও মহারাষ্ট্র পুলিসকে ইতিমধ্যেই এনিয়ে সতর্ক করা হয়েছে। জে ই ডি, লস্কর এ তৈবা, জৈশ ই মহম্মদ ও হিজবুল মুজাহিদিন এই চার জঙ্গি সংগঠন একযোগে নাশকতার ছক কষেছে বলে সূত্রের খবর। জে ই ডি মহারাষ্ট্রে, লস্কর এ তৈবা রাজস্থানে, জৈশ ই মহম্মদ উত্তর প্রদেশে ও হিজবুল মুজাহিদিন ওড়িশায় নাশকতা চালাতে পারে সূত্রের খবর। জঙ্গিদের প্রথম টার্গেট মুম্বইয়ের সিদ্ধি বিনায়ক মন্দির।
যেকোনও মঙ্গলবার এই নাশকতার ছক কষা হয়েছে। মুম্বইয়ের জঙ্গি নাশকতার নেতৃত্ব দিতে পারে আবদুল্লা অল কুরেশি নামে এক জঙ্গি। তার সঙ্গী হিসাবে নাম উঠে এসেছে নাসির আলি,জাবেদ একবাল, মোবিদ জিমান ও সামসেরের।