গণআদালতে হিকাকাকে মুক্তির সিদ্ধান্ত মাওবাদীদের
অবশেষে ওড়িশার অপহৃত বিধায়ক ঝিনা হিকাকাকে মুক্তি দিতে চলেছে মাওবাদীরা। গণআদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামিকালই তাঁকে ছাড়া হতে পারে বলে জানিয়েছে সংবাদসংস্থা। গত ২৪ মার্চ কোরাপুট থেকে অপহরণ করা হয়েছিল লক্ষ্মীপুরের বিধায়ক ঝিনা হিকাকাকে।
অবশেষে ওড়িশার অপহৃত বিধায়ক ঝিনা হিকাকাকে মুক্তি দিতে চলেছে মাওবাদীরা। গণআদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগামিকালই তাঁকে ছাড়া হতে পারে বলে জানিয়েছে সংবাদসংস্থা। গত ২৪ মার্চ কোরাপুট থেকে অপহরণ করা হয়েছিল লক্ষ্মীপুরের বিধায়ক ঝিনা হিকাকাকে। ঠিক তার আগেই মাওবাদীরা দুই ইতালীয় নাগরিককে অপহরণ করেছিল। মাওবাদীদের দেওয়া শর্ত অনুযায়ী শুভশ্রী পণ্ডা সহ বেশ কয়েকজনের মুক্তির শর্ত মেনে নেয় ওড়িশা সরকার। এরপর দুই ইতালিয়কে ছেড়ে দেয় মাওবাদীরা।
অপহৃত বিধায়ককে ছাড়াতেও গত একমাস ধরে মাওবাদীদের মাওবাদীদের অন্ধ্র-ওড়িশা বর্ডার স্পেশাল জোনাল কমিটির সঙ্গে মধ্যস্থতাকারী মারফত আলোচনা চালিয়ে আসছিল সরকার। অবশেষে গণআদালতে বিচারের বুধবার বিধায়কের মুক্তির আশ্বাস মিলল মাওবাদীদের তরফে।