রাত পোহালেই ভোট শৈলশহরে

কাল হিমাচল প্রদেশের নির্বাচন। সেরাজ্যের ৬৮টি আসনের সবগুলিতেই প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বিজেপি সরে যাবে, নাকি মূল্যবৃদ্ধি আর দুর্নীতির জেরে উত্তরপ্রদেশের মতো এখানেও পরাস্ত হবে কংগ্রেস, কাল তারই ভাগ্য পরীক্ষা।  

Updated By: Nov 3, 2012, 06:12 PM IST

কাল হিমাচল প্রদেশের নির্বাচন। সেরাজ্যের ৬৮টি আসনের সবগুলিতেই প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং বিজেপি। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বিজেপি সরে যাবে, নাকি মূল্যবৃদ্ধি আর দুর্নীতির জেরে উত্তরপ্রদেশের মতো এখানেও পরাস্ত হবে কংগ্রেস, কাল তারই ভাগ্য পরীক্ষা।  
লড়াইয়ের ময়দানে পিছিয়ে নেই আঞ্চলিক দলগুলিও। ৬৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএসপি। সমাজবাদী পার্টি ১৬টি আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেস ২৫টি এবং সিপিআইএম প্রার্থী দিয়েছে ১৫টি আসনে।
ভোটযুদ্ধে হিমাচলপ্রদেশ বরাবরই পরিবর্তনপন্থী। ১৯৭৭ সালের পর থেকে হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনে কোনও সরকার পরপর দু`বার ক্ষমতায় আসেনি। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম কুমার ধুমলের আশা, পঞ্জাবের মতো হিমাচলপ্রদেশেও দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি। কাল জনতার রায় কার পক্ষে যায়, এখন সেটাই দেখার। হিমাচলে ভোটগণনা হবে ২০ ডিসেম্বর।

.