হিন্দুস্থান হিন্দুদের; এদেশ অন্যদেরও, মন্তব্য ভাগবতের

Updated By: Oct 28, 2017, 02:03 PM IST
হিন্দুস্থান হিন্দুদের; এদেশ অন্যদেরও, মন্তব্য ভাগবতের

নিজস্ব প্রতিবেদন: হিন্দুস্থান হিন্দুদের দেশ। কিন্তু এর অর্থ এই নয় ‌যে সেখানে অন্যদের কোনও অধিকার নেই। এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

শুক্রবার ইন্দোরে এক সমাবেশ ভাগবত হিন্দুস্থান, হিন্দুত্বের প্রসঙ্গ টেনে আনেন। আরএসএস প্রধান বলেন, ‘জার্মানি কাদের দেশ?  নিশ্চয় জার্মানদের। তেমনই ব্রিটেন হল ব্রিটিশদের। মার্কিন ‌যুক্তরাষ্ট্র হল মার্কিনিদের। একইভাবে হিন্দুস্থান হল হিন্দুদের। কিন্তু তার অর্থ এই ‌যে ‌হিন্দুস্থান অন্যদের দেশ নয়।‘

আরএসএস প্রধান আরও বলেন, হিন্দু বলতে বোঝায় তাঁদের ‌যাঁরা ভারতমাতার সন্তান, একাধিক পুরুষ ধরে এদেশে বাসবাস করেন এবং ‌যাঁরা ভারতীয় সংস্কৃতি মেনে চলেন।

আরও পড়ুন-কুয়াশা ঢাকল রাজ্য, কবে আসছে শীত?

অন্যদিকে, সরকার ও সমাজের কথা বলতে গিয়ে ভাগবত বলেন, একসময় মানুষ উন্নয়নের জন্য ঈশ্বরের উপরে নির্ভর করতো। কলি‌ যুগে মানুষ নির্ভর করে সরকারের উপরে। এই সরকার নির্ভর করে সমাজের উপরে। সমাদের উন্নতি হলে, দেশের উন্নতি হবে। সেই চেষ্টাই আমাদের করতে হবে।

আরও পড়ুন-গ্রাহকদের তথ্য ফাঁস করলেই এবার ই-কমার্স সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা!

.