৩৭৭ ধারা বহাল রেখে সমকামিতাকে অপরাধ বলল সুপ্রিম কোর্ট

সমকামিতাকে অপরাধ বলেই গণ্য করতে বলল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত আজ জানায়, ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা দন্ডনীয় অপরাধ। যতক্ষণ না সংসদ আইন করে এই ধারা লোপ করছে ততক্ষণ সমকামিতা আইনত অপরাধই থাকছে।

এর আগে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল। ওই রায়ে বলা হয়েছিল ভারতীয় দন্ডবিধির এই ধারাটি বৈষ্যমূলক এবং মৌলিক অধিকারের পরিপন্থী। দিল্লি হাইকোর্টের এই রায়ের সুবাদেই সমকামী এবং রূপান্তরকামীরা তাঁদের অধিকার অর্জনের পথে এগিয়েছিলেন বলে দাবি করতেন। সুপ্রিম কোর্টের আজকের এই বক্তব্য সেই এলজিবিটি আন্দোলনকারীদের পক্ষে বড় ধাক্কা।

শীর্ষ আদালতের বেঞ্চ বলে, "৩৭৭ ধারা বাতিল নয়। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সমকামিতা দণ্ডনীয় অপরাধ, সাজা হতে পারে যাবজ্জীবন পর্যন্ত।"

English Title: 
Homosexuality is criminal offence, rules Supreme Court
Home Title: 

৩৭৭ ধারা বহাল রেখে সমকামিতাকে অপরাধ বলল সুপ্রিম কোর্ট

No
18461
Is Blog?: 
No
Section: