৬ দিনের পুলিস হেফাজত, কান্নায় ভেঙে পড়লেন হানিপ্রীত

Updated By: Oct 4, 2017, 08:03 PM IST
৬ দিনের পুলিস হেফাজত, কান্নায় ভেঙে পড়লেন হানিপ্রীত

ওয়েব ডেস্ক :  হানিপ্রীত ইনসানকে ৬ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল পাঁচকুল্লা আদালত। আদালতের নির্দেশ শুনে কান্নায় ভেঙে পড়লেন হানিপ্রীত। জোড় হাতে বার বার  প্রার্থনা করলেন,  তিনি নির্দোষ, তাঁকে মুক্তি দেওয়া হোক।

৩৯ দিন ফেরার থাকার পর মঙ্গলবার পঞ্জাবের জিরাকপুর-পাতিয়ালা রোড থেকে হানিপ্রীতকে গ্রেফতার করে হরিয়ানা পুলিস। আত্মগোপনকালেই 'হানিপ্রীত তানেজা'র নামে দিল্লি হাইকোর্টে একটি আগাম জামিনের আবেদন জমা পড়ে। যদিও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বলে রাখি, হানিপ্রীতের আসল নাম প্রিয়ঙ্কা তানেজা। আগাম জামিনের আবেদন খারিজ হতেই আরও মরিয়া হয়ে ওঠে হরিয়ানা পুলিস।

পাঁচকুল্লা আদালতে  হরিয়ানা পুলিসের পক্ষ থেকে ১৪ দিনের হেফাজত চাওয়া হয়। আদালত ৬ দিনের হেফাতজ মঞ্জুর করে। ২৫ অগাস্ট ধর্ষণ মামলায় আদলাত রাম রহিমকে দোষী সাব্যস্ত করতেই পঞ্জাব, হরিয়ানা, দিল্লিজুড়ে হিংসা ছড়িয়ে পড়ে। হামলায় ৩৮ জনের মৃত্যু হয়, আহত হন ২৬৪ জন। হিংসা মদত দেওয়ার অভিযোগে আগেই দেশদ্রোহিতার ধারায় মামলা জারি করা হয় হানিপ্রীতের বিরুদ্ধে।

আরও পড়ুন, রাম রহিম, হানিপ্রীতের সাহায্য চাইল রাষ্ট্রপুঞ্জ! টুইট ভাইরাল

.