যেভাবে ছক কষে পাক মাটিতে সার্জিক্যাল অ্যাটাক করল ভারতীয় সেনা!

উরি হামলার প্রত্যাঘাত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক মাটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতীয় সেনার। কীভাবে এই অপারেশনের ছক কষেছিল ভারতীয় সেনা?

Updated By: Sep 29, 2016, 05:23 PM IST
যেভাবে ছক কষে পাক মাটিতে সার্জিক্যাল অ্যাটাক করল ভারতীয় সেনা!

ওয়েব ডেস্ক : উরি হামলার প্রত্যাঘাত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক মাটিতে সার্জিক্যাল অ্যাটাক ভারতীয় সেনার। কীভাবে এই অপারেশনের ছক কষেছিল ভারতীয় সেনা?

১) জঙ্গিঘাঁটিগুলির ট্রানজিট পয়েন্টে রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত অপারেশন চালায়। ৫০০ মিটার থেকে ২কিলোমিটার পর্যন্ত জায়গায় আক্রমণ চালানো হয়।
২) সূত্রের খবর, ভারতীয় জওয়ানরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৩ কিলোমিটার জায়গায় 'সার্জিক্যাল স্ট্রাইক' করে।
৩) অপারেশনে ছিলেন ১০০-১৫০ জন এলিট কম্যান্ডো।
৪) প্রথমেই দুটি ভাগে ভাগ হয়ে একদল সেনা প্যারাড্রপ করে।
৫) অন্যদলটি তখন নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাকে ব্যস্ত রাখে।
৬) জোড়া আক্রমণের জেরে দিশেহারা হয়ে পড়ে জঙ্গিরা। ৭টি ঘাঁটিতে হামলা চালানো হয়।
৭) ৪০ থেকে ৪৫ জন জঙ্গি নিকেশ হয়। বহু জঙ্গি আহত হয়।

.