ডিজিটাল স্বপ্নে কতটা প্রস্তুত ভারত?

দেশে কি সত্যিই নগদ-বিহীন অর্থনীতির পরিকাঠামো রয়েছে। ডিজিটাল স্বপ্নে প্রস্তুত ভারত? দেশের মাত্র ২% মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। সর্বত্র ইন্টারনেট পরিষেবা নেই। বহু মানুষের কাছে ফোনের নেটওয়ার্কই নেই। সব জায়গায় পৌছয়নি ব্যাঙ্কিং পরিষেবাও।

Updated By: Dec 16, 2016, 08:22 PM IST
 ডিজিটাল স্বপ্নে কতটা প্রস্তুত ভারত?

ওয়েব ডেস্ক : দেশে কি সত্যিই নগদ-বিহীন অর্থনীতির পরিকাঠামো রয়েছে। ডিজিটাল স্বপ্নে প্রস্তুত ভারত? দেশের মাত্র ২% মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত। সর্বত্র ইন্টারনেট পরিষেবা নেই। বহু মানুষের কাছে ফোনের নেটওয়ার্কই নেই। সব জায়গায় পৌছয়নি ব্যাঙ্কিং পরিষেবাও।

ভারতে প্রতি এক লাখ মানুষের জন্য ATM-এর সংখ্যা মাত্র ১৮। একইরকম উন্নয়নশীল দেশ ব্রাজিলে এই সংখ্যাটা ১২৯। মাত্র ২২% ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন। এর মধ্যে অধিকাংশই শহরের মানুষ। দেশে মাত্র ১৭% মানুষের হাতে স্মার্ট ফোন আছে। ১০ লাখ মানুষ পিছু POS মেশিনের সংখ্যা ৮৫৬।

কোন দেশ কতটা ক্যাশলেস?

তথ্য বলছে সিঙ্গাপুর ৬১%। নেদারল্যান্ডস ৬০%। ফ্রান্স ৫৯%।  সুইডেন ৫৯%। ব্রিটেন ৫২%। মার্কিন যুক্তরাষ্ট্র ৪৫% ও চিনে১০% ডিজিটাল লেনদেন  হয়। মানে উন্নত দেশগুলিও পুরোপুরি ক্যাশলেস হতে পারেনি। গত সপ্তাহে বিজ্ঞান ভবনের এক অনুষ্ঠানে অরুণ জেটলি বলেন, নোট বাতিলের দায় বহনে চওড়া কাঁধ রয়েছে প্রধানমন্ত্রীর। রাজনৈতিক মহলের একাংশ বলছে, লেস ক্যাশ অর্থনীতির কথা বলে ফের নোট বাতিলের সিদ্ধান্ত থেকে দূরত্ব বজায় রাখতে চাইলেন জেটলি। অনেকের আবার মত, টাকা না পেয়ে বিরক্ত সাধারণ মানুষকে স্বস্তির আভাস দিতেও এ কথা বলে থাকতে পারেন তিনি। সত্যিটা যাই হোক না কেন, সরকারের মুখ থেকেই দু-রকম মন্তব্যে আম-আদমির বিভ্রান্তি বাড়ছে। 

.