বিক্রি করা হবে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ মালিকানাই, সিদ্ধান্ত কেন্দ্রের

২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু কোনও ক্রেতা মেলেনি

Updated By: Jan 27, 2020, 04:05 PM IST
বিক্রি করা হবে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ মালিকানাই, সিদ্ধান্ত কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন: দেনার ভারে হাঁসফাঁস এয়ার ইন্ডিয়া-র একশো শতাংশ মালিকানাই বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্র।  ২০১৮ সালে এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু কোনও ক্রেতা মেলেনি।

আরও পড়ুন-মা-এর নিঁখুত ছকেই খুন দু-মাসের শিশু, বেলেঘাটা কাণ্ডের তদন্তে নয়া মোড়

এয়ার ইন্ডিয়ার পুরোটাই বিক্রি করতে চেয়ে সোমবার একটি দরপত্র প্রকাশ করেছে কেন্দ্রে।  আবেদন করতে হবে ১৭ মার্চের মধ্যে।  তবে শর্ত একটাই ক্রেতাকে সরকারি ওই বিমান সংস্থার ২৩ হাজার ২৮৩ কোটি টাকা দেনার দায় নিতে হবে। শিল্প মহলের খবর, এয়ার ইন্ডিয়াকে কেনার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে টাটা, হিন্দুজা, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থা।

কাতার এয়ার ওয়েজের প্রাক্তন ভারতীয় আধিকারিক রাজন মেহতা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে বড়সড় চেষ্টা করতে পারে সরকার। এমনকি ক্রেতার বিশেষ কোনও অনুরোধও রাখতে পারে সরকার। কারণ সরকারের লক্ষ হল যে কোনও উপায়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া।

আরও পড়ুন-বাড়িতেই রমরমিয়ে চলছিল দেহব্যবসা, হাতেনাতে পাকড়াও স্বামী-স্ত্রী

উল্লেখ্য,  গত আর্থিক বছরে এয়ার ইন্ডিয়া ঘরে তুলেছে ২৫,৫০৯ কোটি টাকা। আর খরচ করেছে ৩০,১৯৪ কোটি টাকা। অর্থাত্ নিট ক্ষতি ৪,৬৮৫ কোটি টাকা। এভাবেই প্রতি বছর বাড়ছে ক্ষতির বহর।  একথা মাথায় রেখেই ২০১৮ সালের এয়ার ইন্ডিয়ার ৭৬ শাতাংশ শেয়ার বিক্রি করার চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু কেন বাকি শেয়ার সরকার নিজেদের দখলে রাখতে চাইছে তা সন্দেহ বাড়িয়েছিল ক্রেতাদের। ফলে সেই পথে আর হাঁটতে রাজি নয় সরকার।

.