আমি তো লায়লা, সারা দেশে আমার হাজার মজনু : আসাদউদ্দিন ওয়েইসি
তিনি এদিন বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। ওয়েইসির দাবি, কিছুদিন আগে হায়দরাবাদে বন্যার সময় বিজেপি মানুষের সহায়তার কোনও চেষ্টা করেনি। বরং তারা ওই দুর্যোগের সময় মুখ ফিরিয়ে ছিল।
নিজস্ব প্রতিবেদন- বারবার তাঁর বিরুদ্ধে একই অভিযোগ করেছেন অনেকে। তিনি বিজেপির বি টিম হয়ে কাজ করেন। অর্থাত্, ঘুরপথে তিনি বিজেপিরই মুখ। আরও একবার এই এক অভিযোগে তিনি বিদ্ধ। আর তাই এবার স্টেপ-আউট করে খেললেন আসাদউদ্দিন ওয়েইসি। এআইএমআইএম-এর নেতা এদিন বলেছেন, ''আমি তো লায়লা। তাই সারা দেশে আমার হাজার মজনু রয়েছে। দেশের সব পার্টিই কম-বেশি আমাকে সামনে রেখে ফায়দা তুলতে চায়। বিহার নির্বাচনের সময় কংগ্রেস বলল, আমি নাকি বিজেপির বি টিম। ভোট কেটেছি। এদিকে হায়দরাবাদে কংগ্রেস বলছে, ওবেসি নয় তো আমাদের ভোট দিন। বিজেপি আবার আমাকে নিয়ে অন্য কথা রটাচ্ছে। এসবে আমার আর কিছু যায় আসে না।''
তিনি এদিন বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। ওয়েইসির দাবি, কিছুদিন আগে হায়দরাবাদে বন্যার সময় বিজেপি মানুষের সহায়তার কোনও চেষ্টা করেনি। বরং তারা ওই দুর্যোগের সময় মুখ ফিরিয়ে ছিল। ওয়েইসি বলেছেন, ''হায়দরাবাদের জনতা সব দেখেছে, বুঝেছে। আমি তো লায়লা। আমাকে মাঝে রেখে সব দল ফায়দা নিতে চাইছে। সেটাও জনগণ বুঝতে পারছে। হায়দরাবাদের ভাল-মন্দে আমি পাশে থাকব। সেটা মানুষ জানে।'' কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, হায়দরাবাদে বন্যার সময় আসাদউদ্দিন ও তাঁর দলবদবলের খোঁজ পাওয়া যায়নি। এদিন সেই দাবির পাল্টা দেন ওয়েইসি। তিনি বলেন, ''আমি ও আমার দলবদল সেই দুর্যোগের সময় সাড়ে তিন কোটি টাকার ত্রাণ বিলিয়েছি। বরং ওরাই মুখ ফিরিয়ে ছিল। অমিত শাহকে যিনি এসব জানান তিনি আসলে অন্ধ ও বধির।''
আরও পড়ুন- চিনের আর রক্ষে নেই! প্যাংগন লেকের সামনে Marcos Commandos মোতায়েন করল ভারত
এদিন ওয়েইসি আরও বলেন, ''হায়দরাবাদের মানুষকে বোকা বানিয়েছে অমিত শাহ ও তার পার্টি। কর্ণাটকে বন্যার সময় টাকা বিলিয়েছে সরকার। হায়দরাবাদে প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবার ৮০ হাজার থেকে এক লাখ টাকা পেত। কিন্তু বিজেপি এক টাকাও দেয়নি। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি। আমরা সেই সময় রোজ এক কোমর জলে নেমে মানুষকে রক্ষা করেছি। হিন্দু-মুসলমান বাছ-বিচার করিনি।''