‘শাহেনশাহ নই, মানুষের সঙ্গে থাকলে শক্তি পাই’, নিরাপত্তার কড়াকড়ি নিয়ে মন্তব্য মোদীর
গোয়েন্দাদের আশঙ্কা ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে তাঁর ওপরে রাজীব গান্ধী ধাঁচে হামলা হতে পারে
নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছ থেকেই লড়াই করার শক্তি পান। কারণ তিনি কোনও শাহেনশাহ নন। এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চিন্তিত কেন্দ্র। গোয়েন্দাদের আশঙ্কা ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে তাঁর ওপরে রাজীব গান্ধী ধাঁচে হামলা হতে পারে। হামলা করতে পারে মাওবাদী ও পাক মদতপুষ্ট জঙ্গিরা। ওই হামলার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর রোড শো কাটছাঁট করার কথা ভাবছেন গোয়েন্দারা। এমনটাই দাবি সংবাদ মাধ্যমের। সেই নিরাপত্তা নিয়েই মঙ্গলবার মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-‘ভেরিফিকেশন ছাড়াই আপাতত অনলাইনে কলেজে ভর্তি’, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
অনলাইন ম্যাগাজিন স্বারাজ-কে দেওয়া এক সাক্ষাতকারে তাঁকে তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। ওই প্রশ্নের উত্তরে মোদী বলেন, ‘আমি কোনও শাহেনশাহ নই। কোনও স্বৈরাচারী একনায়কও নই যে মানুষের ভালোবাসা আমার ওপরে কোনও প্রভাব ফেলে না। মানুষের সঙ্গে থাকলে শক্তি পাই।’
আরও পড়ুন-আট বছরের ছোট্ট ঋজুকে খুন করেছেন বৌদি, গার্ডেনরিচের ঘটনায় চাঞ্চল্যকর মোড়
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যখন কোনও কোথাও যাই তখন দেখি চারপাশে বিভিন্ন বয়সের মানুষ। এরা সবাই এসেছে আমাকে অভ্যর্থনা জানাতে। ওইসব মানুষদের ভালোবাসা উপেক্ষা করে আমি নিজের গাড়িতে বসে থাকতে পারি না। তাই গাড়ি থেকে নেমে আমি ওদের সঙ্গে কথা বলি।’