আমি কোনও রাজনৈতিক দলের লোক নই, রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়ে মন্তব্য কোবিন্দের

আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। যেদিন থেকে আমি বিহারের রাজ্যপাল পদে বসেছি সেদিন থেকে রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও যোগ নেই, ভারতের রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়ে এমন প্রতিক্রিয়াই দিলেন এনডিএ সমর্থিত প্রার্থী রামনাথ কোবিন্দ। তিনি আরও বলেন, "পদের পূর্ণ মর্যাদা রক্ষা করার জন্য সব রকমভাবে চেষ্টা করে যাব"। এমনিতে একথা সর্বজন বিদিত যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির পদ আদর্শগতভাবে দলীয় রাজনীতি মুক্ত। কিন্তু, তবু এমন কথা কেন বলতে গেলেন 'হবু রাষ্ট্রপতি'?

Updated By: Jun 23, 2017, 07:43 PM IST
আমি কোনও রাজনৈতিক দলের লোক নই, রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়ে মন্তব্য কোবিন্দের

ওয়েব ডেস্ক: আমি কোনও রাজনৈতিক দলের লোক নই। যেদিন থেকে আমি বিহারের রাজ্যপাল পদে বসেছি সেদিন থেকে রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনও যোগ নেই, ভারতের রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়ে এমন প্রতিক্রিয়াই দিলেন এনডিএ সমর্থিত প্রার্থী রামনাথ কোবিন্দ। তিনি আরও বলেন, "পদের পূর্ণ মর্যাদা রক্ষা করার জন্য সব রকমভাবে চেষ্টা করে যাব"। এমনিতে একথা সর্বজন বিদিত যে রাজ্যপাল ও রাষ্ট্রপতির পদ আদর্শগতভাবে দলীয় রাজনীতি মুক্ত। কিন্তু, তবু এমন কথা কেন বলতে গেলেন 'হবু রাষ্ট্রপতি'?

রাষ্ট্রপতি নির্বাচনের অঙ্ক অনুসারে, এই মুহূর্তে বিজেপির নিজের পকেটে রয়েছে প্রায় সাড়ে আটচল্লিশ শতাংশ ভোট। শরিক সহ অন্যান্য দলের সমর্থনের প্রতিশ্রুতি পেয়ে এনডিএর ঝুলিতে এখন প্রায় ৬০ শতাংশ ভোট। কিন্তু, মোদী-অমিত শাহরা চাইছেন নিজেদের পক্ষে সমর্থনের পরিমান আরও বাড়িয়ে ৭০ শতাংশের বেশি করতে। গতবার প্রণব মুখোপাধ্যায় পেয়েছিলেন প্রায় ৬৯ শতাংশ ভোট। নিজেদের ওজন বোঝাতে সেই ভোট শতাংশকে স্বাভাবিকভাবেই ছাপিয়ে যেতে চায় মোদী সরকার। তাই যাতে অন্যান্য রাজনৈতিক দল যাদের বিজেপির বিষয়ে ছুতমার্গ রয়েছে তারাও যাতে কোবিন্দকে 'খোলা মনে' সমর্থন করে সে কারণেই বিহারের প্রাক্তন রাজ্যপালের এমন মন্তব্য। এক্ষেত্রে গেরুয়া বাহিনীর পতাকা তলে কোবিন্দের সুদীর্ঘ রাজনৈতিক অতীত যাতে কোনওভাবেই সমর্থন পাওয়ার ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায়, সেজন্যই তাঁকে দিয়ে এমন মন্তব্য করানো হয়েছে বলে মনে করে রাজনৈতিক মহলের একাংশ। (আ।ও পড়ুন- রাষ্ট্রপতি ভোটে আজ মনোনয়ন পেশ করবেন রামনাথ কোবিন্দ)

.