কাল সকালে ফাঁসি! আমি তখন নাবালক ছিলাম, নির্ভয়ার এক দোষীর এবার নতুন দাবি
এর আগেও আইনজীবী এপি সিং আদালতে পবনের বয়স সংক্রান্ত ভুয়া কাগজপত্র পেশ করেছিল।
নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই চূড়ান্ত শাস্তি পাবে নির্ভয়ার চার দোষী। তিহাড় জেল ইতিমধ্যে ফাঁসির প্রস্তুতি শুরু করে দিয়েছে। ফাঁসুড়ে পবন জল্লাদ এসে পৌঁছেছেন তিহাড় জেলে। ফাঁসির দড়িতে মাখন, কলা মাখানোর কাজও শেষ। এমনকী, আজ তিহাড়ে দোষীদের সমান ওজনের পুতুল ফাঁসি দিয়ে মহড়া সেরে রাখা হবে। কিন্তু শেষবেলায় বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নির্ভয়ার এক দোষী পবন গুপ্তা। বাকি তিনজনের সব আর্জি খারিজ হয়েছে। তিনজনের ফাঁসি নিশ্চিত। তবে পবনের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। শুক্রবার ফের সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছে পবন।
২০১২ সালে ছয়জন মিলে একটি বাসে নির্ভয়ার উপর অকথ্য অত্যাচার করে ধর্ষণ করেছিল। সেই ছজনের মধ্যে একজন নাবালক ছিল। তাই সে তিন বছর হোমে থেকে ছাড়া পেয়ে গিয়েছে। আরেক দোষী রাম সিং জেলে আত্মহত্যা করেছিল। বাকি চারজনের ফাঁসি হওয়ার কথা পয়লা ফেব্রুয়ারি। কিন্তু শেষবেলায় আবার নতুন করে বাঁচার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে পবন গুপ্তা। তার নতুন দাবি, ২০১২ সালে সে নাবালক ছিল। পবনের এখন ২৫ বছর বয়স। এর আগেও আইনজীবী এপি সিং আদালতে পবনের বয়স সংক্রান্ত ভুয়া কাগজপত্র পেশ করেছিল। সেবার এপি সিংকে তীব্র ভতর্সনা করেছিল আদালত।
আরও পড়ুন- এক বছরের সন্তান, স্ত্রী-সহ ২০টি শিশুকে পণবন্দি করল খুনে অভিযুক্ত, জারি দরাদরি
এর আগে অক্ষয় সিং আদালতে আবেদন করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার তার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট।