স্থগিত ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষা, নতুন রুটিন ঘোষণা জুনে
করোনা পরিস্থিতি এতটাই খারাপ যে একসঙ্গে সমস্ত পড়ুয়াদের নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।
নিজস্ব প্রতিবেদন: স্থগিত করা হল ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। করোনা পরিস্থিতি এতটাই খারাপ, যে একসঙ্গে সমস্ত পড়ুয়াদের নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , কেন্দ্রের শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক সহ উচ্চপদস্থ আধিকারিক সঙ্গে বৈঠকে CBSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেন। তবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী জুন মাসে দ্বাদশ শ্রেণির পরীক্ষা কবে ও কীভাবে নেওয়া সম্ভব হবে তা নিয়ে পর্যালোচনা করা হবে। কিন্তু, সর্বভারতীয় ICSE বোর্ড অবশ্য পরীক্ষা বাতিল করার ভাবনাচিন্তা করেনি। তারা জানিয়েছে, আপাতত স্থগিত করা হল পরীক্ষা। পরিস্থিতি বুঝে জুন মাসে পরীক্ষার নতুন করে নির্ঘণ্ট প্রকাশ করা হবে।
সবিস্তারে আসছে...