আইসিএসই, আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত
ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) আয়োজিত এ বছরের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হল শনিবার। বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইলে পরীক্ষার ফল জানানোর ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর ৩টেতে সরকারিভাবে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট CISCE.ORG -তে প্রকাশিত হয় আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল।
ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) আয়োজিত এ বছরের আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল প্রকাশিত হল শনিবার। বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইলে পরীক্ষার ফল জানানোর ব্যবস্থা করা হয়েছে। আজ দুপুর ৩টেতে সরকারিভাবে বোর্ডের নিজস্ব ওয়েবসাইট CISCE.ORG -তে প্রকাশিত হয় আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল।
অন্যান্য যে সব ওয়েবসাইট থেকে ফল জানা যাচ্ছে সেগুলি হল- CISCE.INDIARESULTS.COM; CISCE.NDTV.COM; CISCE.EXAMRESULTS.NET.CO.IN; CISCE.MYSCHOOL.NET.CO.IN; CISCE.TOPPERLEARNING.COM; CISCE.TIMESOFINDIA.COM; CISCE.NAVBHARATTIMES.COM।
এসএমএসে ফলাফল জানার জন্য আইসিএসই বা আইএসসি-র পরে ইনডেক্স নম্বর দিয়ে মেসেজ করতে হবে ৫১৮১৮, ৫৬২৬৩, ৫৮৮৮৮, ৫৬৭৬৭৫০, ৫৬৩৮৮ এবং ৫৪২৪২ নম্বরে।
পেরসঙ্গত, এ বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত আইসিএসসির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে ১৩ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত চলে আইএসসি পরীক্ষা।